For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাস্তাঘাট বরফে সাদা, রাজধানী না কাশ্মীর বোঝা দায়! শ্লথ যান চলাচল, ঘুরে গেল ১৮টি বিমান

বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দিল্লি ও তার পার্শ্ববর্তী অঞ্চলে ভারী বৃষ্টিপাত ও শিলাবৃষ্টি হল।

  • |
Google Oneindia Bengali News

সেই সময় দিল্লি না কাশ্মীর বোঝা দায়। আকাশ থেকে অঝোড়ে নেমে আসছে কুচি কুচি বরফ। রাস্তাঘাট, বাড়ির ছাদ - যতদূর চোখ যাচ্ছে একেবারে সাদা হয়ে গিয়েছে। না, দিল্লিতে তুষাড়পাত শুরু হয়নি। বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি), বিকেলে দিল্লি ও তার পার্শ্ববর্তী এলাকার কোনও কোনও অংশে ভারী বৃষ্টিপাতের সঙ্গে হঠাত বেশ খানিকক্ষণ শিলাবৃষ্টি হল।

রাজধানী না কাশ্মীর বোঝা দায়

এর ফলে একদিকে যেমন বিভিন্ন এলাকায় স্লথহয়ে পড়ে যানবাহনের গতি, তেমনই ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ১৮টি নামতে পারেনি। তাদের সবকটিকে অন্যত্র পাঠিয়ে দেওয়া হয়।

শুধু রাজধানীতেই নয় ভারী শিলা হল পার্শ্ববর্তী মুজফ্ফরনগর, সাহারানপুর, মীরাট, খাতুলি, মোদিনগর, শামলি, বারাউত, ফরিদাবাদ, নয়াডা, বল্লভগড়, গাজিয়াবাদ, আলীগড়, সম্ভল, মোরাদাবাদ, আম্রোহা এবং নারোরাতেও।

অবশ্য দিল্লির আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল বৃহস্পতিবার বজ্রবিদ্যুত-সহ বৃষ্টিপাত, শিলাবৃষ্টি ও ঝোড়ো হাওয়া দেওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু, প্রায় ১ ঘন্টা ধরে এতটা ভারী শিলাবৃষ্টি হবে তা আগে থেকে বোঝা যায়নি। অথচ, বুধবার দিনটা কিন্তু রাঝধানীতে আবহাওয়া তুলনায় বেশ উষ্ণই ছিল।

English summary
Heavy rain and hailstorm hit parts of Delhi-NCR on Thursday (7 Feb) evening.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X