For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জগন্নাথের প্রত্যাবর্তন, দেখুন উল্টোরথে কীভাবে দেশ জুড়ে উৎসবে মেতেছে মানুষ

কলকাতা যা উল্টো রথযাত্রা পুরিতে তাকেই বলা হয় বহুড়া যাত্রা। আজ মাসির বাড়ি থেকে নিজগৃহে ফিরছেন ভগবান জগন্নাথ।

Google Oneindia Bengali News

আজ উল্টোরথ। বাংলায় যাকে উল্টোরথযাত্রা বলা হয়, ওড়িশাই তাই প্রচলিত বহুড়া যাত্রা নামে। পুরাণ বলে রথ যাত্রার দিন জগন্নাথ ঠাকুর তাঁর মন্দির ছেড়ে মাসির বাড়ি যান বেড়াতে। সেখানে ১৫ দিন কাটিয়ে আবার ফিরে আসেন নিজ মন্দিরে। গত রবিবারের মতো উল্টোরথকে ঘিরেও পুরি-সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ভক্তদের উন্মাদনা দেখা গিয়েছে।

তবে রথ তো শুধু বড়দের ভক্তি বিশ্বাসের বিষয় নয়। ছোটরাও কাঠের তৈরি রথে জগন্নাথ সুভদ্রা ও বলরামকে বসিয়ে রথ টানে। ফুল পাতায় রথ সাজিয়ে, বাবা-মাকে ম্যানেজ করে রথে মিস্টি ইত্যাদির প্রসাদ দিয়ে, রথ নিয়ে বেরনয় কচি কাঁচাদেরও উৎসাহ কম নয়। আর আছে রথের মেলা। বেশিরভাগ জায়গায় এই সাত দিনেই মেলা শেষ হলেও অনেক জায়গাতেই একমাস ধরে চলে রথের মেলা।

পুরীর বহুড়া যাত্রা

পুরীর বহুড়া যাত্রা

রবিবার পুরীতে ফের ভক্তদের ভিড় দেখা গেল। আজ বহুড়া যাত্রা। লক্ষ লক্ষ মানুষের একটাই চাহিদা, রথের দড়িটা যদি একবার টানা যায়। তাহলেই তো বাসুকি নাগের কৃপা লাভ হবে

বেরলেন মাসির বাড়ি থেকে

বেরলেন মাসির বাড়ি থেকে

অগণিত ভক্তের চামর ব্যঞ্জন আর কাঁসর ধ্বনির মধ্য দিয়ে মাসির বাড়ি ছাড়েন প্রভু জগন্নাথ।

নির্বিঘ্নে বাড়িতে

পুরীতে কোনরকম বাধা বিপত্তি ছাড়াই নিজ গৃহে পৌঁছে গেলেন ভগবান জগন্নাথ।

ওড়িশি নাচ

জগন্নাথ বলরাম সুভদ্রার যাত্রায় অংশ নিয়েছিলেন বহু ওড়িশি শিল্পীও। নাচে গানে, জয় জগন্নাথ ধ্বনীতে গোটা যাত্রা পথ গমগম করেছে।

কলকাতার উল্টোরথ যাত্রা

কলকাতার উল্টোরথ যাত্রা

কলকাাতায় এদিন বৃষ্টির মধ্যেও বহু মানুষ অঁশ নিয়েছিলেন দগন্নাথ বলরাম সুভদ্রার ঘরে ফেরার রথযাত্রায়।

সামিল বিদেশিনীরাও

সামিল বিদেশিনীরাও

শহরে আগত বিদেশিনীরা উচ্ছ্বসিত সামনা-সামনি এরকম একটি ঝাঁক জমকের অনুষ্ঠানে সামিল হতে পেরে। ধরে রাখলেন সে দৃশ্য নিজেদের ফোন ক্যামেরায়।

সেনাবাহিনীর উল্টোরথ

ওড়িষার রায়ডাঙার সিআরপিএফ ক্যাম্পেও হয় ফল্টো রথ উদযাপন

সমুদ্রতটে বালিভাস্কর্যে

পুরীরসমুদ্রতটে বালিভাস্কর্যেও শিল্পী ধরেছেন উল্টো রথের দিনটিকে।

রায়পুরে বহুড়াযাত্রা

গায়ত্রীনগরের রায়পুরে জগন্নাথ মন্দিরে প্রবল বৃষ্টির মদধ্যে ছাতা মাথায় দিযেই চলছে আরতী।

পাঞ্জাবে প্লস্টিকে ঢাকা রথ

এদিন পাঞ্জাবেও বিভিন্ন জায়গার উল্টো রথ যাত্রা হয়। বৃষ্টি থেকে বাঁচতে রথ ঢাকা হয় ত্রিপলে।

বালুরঘাটে ১৩০ বছরের পুরনো রথ

এদিন সকাল সকালই বৃষিভেজা বালুরঘাটে ১৩০ বছরের পুরনো রথ নিয়ে উল্টো রথযাত্রায় বেরিয়েছিলেন বালুরঘাটবাসী।

অস্ট্রেলিয়ায় রথযাত্রা

অস্ট্রেলিয়ার মুউইলউম্বায় নিউ গোবর্ধন কমিউনিচির উদ্যোগে চলছে উল্টো রথযাত্রা।

জাম্বিয়ায় উল্টোরথে সামিল স্থানীয়রা

ইস্কনের জাম্বিয়ার মন্দিরেও এদিন উল্টোরথ যাত্রায় শতাধিক মানুষ সামিল হন।

বার্লিনে সামিল ৮০০ মানুষ

জার্মানীর বার্লিনে উল্টোরথ যাত্রায় সামিল হন ৮০০-র বেশি মানুষ

English summary
In Kolkata it's called Ulta Rath Yatra whereas in puri it is called Bahuda Yatra. After 7 days Lord Jagannatha has come back home.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X