For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ছিলেন মন্ত্রী, সামলেছেন প্রদেশ কংগ্রেসের বড় দায়িত্ব! পাঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রীর রাজনৈতিক উত্থান

ছিলেন মন্ত্রী, সামলেছেন প্রদেশ কংগ্রেসের বড় দায়িত্ব! পাঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রীর রাজনৈতিক উত্থান

  • |
Google Oneindia Bengali News

টালমাটাল পরিস্থিতি, কয়েকদিনের নাটকের শেষে অবশেষে ঘোষিত হয়ে গিয়েছে পাঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রীর নাম।ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের জায়গায় পাঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী হতে চলেছেন নবজ্যোত সিং সিধুর ঘনিষ্ঠ বিধায়ক সুখজিন্দর রান্ধাবা। এদিকে দীর্ঘদিন পাঞ্জাব কংগ্রেসের সঙ্গে যুক্ত থাকলেও এতদিন বিশেষ শোনা যেত বা সুখজিন্দরের নাম। এদিকে অমরিন্দরের পদত্যাগের পর মুখ্যমন্ত্রী হিসাবে উঠে আসছিল অম্বিকা সোনির মতো একাধিক দিকপাল নেতার নাম।

বাবার যোগ্য উত্তরসূরী

বাবার যোগ্য উত্তরসূরী

এদিকে সুখজিন্দর মসনদে বসায় সিধু শবিরের পায়ের তলার মাটি যে আগের থেকে অনেকটাই শক্ত হল তা আর বলার অপেক্ষা রাখে না। এদিকে পাঞ্জাবের গুরুদাসপুর জেলা থেকে নির্বাচিত হয়ে তিন বারের বিধায়ক পদ সামলেছেব রান্ধাবা। এমনকী বিগত মন্ত্রিসভায় কারামন্ত্রীর দায়িত্বও সামলেছেন তিনি।তাঁর বাবা সন্তোখ সিং আবার দলের রাজ্য শাখার দু'বারের প্রাক্তন সভাপতিও ছিলেন বলে জানা যায়।

 একনজরে রাজনৈতিক উত্থান

একনজরে রাজনৈতিক উত্থান

অন্যদিকে শেষ পাওয়া খবর অনুযায়ী, সুখজিন্দর সিং রন্ধাওয়া পাঞ্জাবের রাজ্যপাল বনোয়ারিলাল পুরোহিতের কাছে সময় চেয়ে নিয়েছেন। সেথানেই শপথ গ্রহণের ব্যাপারে নির্ঘণ্ট ঠিক হতে পারে বলে জানা যাচ্ছে। এদিকে ইতিমধ্যেই পাঞ্জাবের প্রদেশ কংগ্রেসের সহ সভাপতির দায়িত্বও সামলেছেন ৬২ বছরের সুখজিন্দর। ডেরা বাবা নানক আসন থেকেও জিতেছেন দু'বার। এখানেই জন্ম গ্রহণ করেন ১৯৫৯ সালের ২৫ এপ্রিল। এদিকে রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করছেন অম্বিকা সোনির বৈঠকের পর থেকেই বাড়ছিল জল্পনা। এমনকী পাঞ্জাব কংগ্রেসের দলীয় সমস্যা মেটাতে দফায় দফায় চলে বৈঠক।

 প্রদেশ কংগ্রেসের সমস্যা মেচাতে বড় ভূমিকা নিতে পারে সুখজিন্দর

প্রদেশ কংগ্রেসের সমস্যা মেচাতে বড় ভূমিকা নিতে পারে সুখজিন্দর

এমনকী সুঝজিন্দর ছাড়াও উঠে আসে আরও একাধিক নাম। উঠে আসে প্রদেশ কংগ্রেসের প্রাক্তণ সভাপতি সুনীল জাখর, প্রতাপ সিং বাজওয়া, রভনীত সিং বিট্টুর নাম। কিন্তু একাধিক নামে প্রবল আপত্তি তোলে সিধু শিবির। অবশেষে সর্বসম্মতিক্রমে সুখজিন্দরের নামেই পড়ে সিলমোহর। এমনকী অনেকেই বলছেন আসন্ন নির্বাচনের আগে পাঞ্জাব প্রদেশ কংগ্রেসের সমস্যা মেটাতে আগামীতে বড় ভূমিকা নিতে পারেন সুখজিন্দর। এমনকী ভোটে সাফল্য পেলে তিনিই থাকতে পারেন আগামীতে পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর পদে।

 বাছাই হয়েছে উপমুখ্যমন্ত্রীও

বাছাই হয়েছে উপমুখ্যমন্ত্রীও

এদিকে বর্তমানে তিনি কারা এবং পাঞ্জাব সরকারের সহযোগিতা বিভাগ মন্ত্রকের দায়িত্বে রয়েছেন। এদিকে মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপ-মুখ্যমন্ত্রী হিসেবে দু'জনকে মনোনিত করে ফেলেছে পাঞ্জাব কংগ্রেস। অরুণা চৌধুরী এবং ভারতভূষণ আশু হতে চলেছে পাঞ্জাবের পরবর্তী উপ-মুখ্যমন্ত্রী। দলিত সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবে অরুণা চৌধুরীকে বেছে নেওয়া হয়েছে বলে খবর।

ছবি সৌ:ফেসবুক

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
handled more than one ministry was also the co president of the Provincial Congress Sukhjinder s political rise at a glance
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X