For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ছত্তিশগড়েও 'নয়া' ফর্মুলা প্রয়োগে কংগ্রেস, সতর্ক বিজেপিও

ভোটগণনার আগের মুহুর্তে ফল নিয়ে সতর্ক ছত্তিশগড়ের কংগ্রেস ও বিজেপি। উভয়দলই নিজেদের জয়ী প্রার্থীদের নিরাপত্তার বন্দোবস্ত করেছে বলে সূত্রের খবর। কংগ্রেস বিশ্বাসী, তারা সংখ্যাগরিষ্ঠতা পাবে।

  • |
Google Oneindia Bengali News

ভোটগণনার আগের মুহুর্তে ফল নিয়ে সতর্ক ছত্তিশগড়ের কংগ্রেস ও বিজেপি। উভয়দলই নিজেদের জয়ী প্রার্থীদের নিরাপত্তার বন্দোবস্ত করেছে বলে সূত্রের খবর। কংগ্রেস বিশ্বাসী, তারা সংখ্যাগরিষ্ঠতা পাবে। জয়ী প্রার্থীদের হোটেলে তোলার ব্যবস্থাও তারা পাকা করে ফেলেছে বলে সূত্রের খবর।

 ছত্তিশগড়েও নয়া ফর্মুলা প্রয়োগে কংগ্রেস, সতর্ক বিজেপিও

কংগ্রেস সূত্রে খবর, নির্বাচিত ঘোষণার পরেই বিধায়কদের নিয়ে তোলা হবে হোটেলে। যতক্ষণ না পর্যন্ত গরিষ্ঠতা পাচ্ছে কংগ্রেস, আর যতক্ষণ না পর্যন্ত বিধায়কদের নিয়ে বিধানসভায় গরিষ্ঠতা প্রমাণ হচ্ছে, ততক্ষণ তাদের এইভাবেই রাখা হবে।

ছত্তিশগড়ে স্থানীয় সূত্রের খবর, রাজ্য কংগ্রেস নেতৃত্বের দাবি তারা ৫২ থেকে ৫৭ টি আসন পাবে। বিজেপি জিততে পারে ৩১-৩৫ টি আসন। বিএসপি এবং জনতা কংগ্রেস জোট পেতে পারে ৩ থেকে ৫ টি আসন। অন্য একটি সূত্রের খবর, বিজেপিও তাদের জয়ী প্রার্থীদের হোটেলে তোলার বন্দোবস্ত পাকা করে ফেলেছে।

ছত্তিশগড়ে বুথ ফেরত সমীক্ষা বিজেপি কিংবা কংগ্রেস কোনও দলকেই সংখ্যাগরিষ্ঠতা দেয়নি। বলে হয়েছে কিংমেকারের ভূমিকা নিতে পারে মায়াবতী-অজিত যোগীর জোট।

English summary
Wary Of Horse Trading, Congress, BJP Plan Resort Politics in Chhattisgarh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X