For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা আক্রান্তদের বাড়ির সামনে সতর্কীকরণ পোস্টারে নিষেধাজ্ঞা, নয়া রায় সুপ্রিম কোর্টের

করোনা আক্রান্তদের বাড়ির সামনে সতর্কীকরণ পোস্টারে নিষেধাজ্ঞা, নয়া রায় সুপ্রিম কোর্টের

  • |
Google Oneindia Bengali News

করোনাকে ঘিরে ত্রাহি ত্রাহি রব গোটা দুনিয়া জুড়েই। এদিকে সংক্রমণের শুরু থেকেই হোম কোয়ারেন্টাইনে থাকা সত্ত্বেও আতঙ্কের বশে করোনা আক্রান্তকে রীতিমত একঘরে করে দেওয়ার মত ঘটনা গোটা ভারতেই আকছার ঘটেছে, এখনও বদলাচ্ছেনা চিত্র। এবার তার বিরুদ্ধেই কঠোর মনোভাব পোষণ করল শীর্ষ আদালত। এমনকী করোনা আক্রান্ত রোগীদের বাড়ির বাইরে কোনোরকম পোস্টার লাগানোর ক্ষেত্রেই রীতিমতো নিষেধাজ্ঞাও আরোপ করা হল।

কোভিড আক্রান্তদের দাগিয়ে আর কোনও পোস্টার নয়

কোভিড আক্রান্তদের দাগিয়ে আর কোনও পোস্টার নয়

করোনা থেকে সেরে ওঠার পরেও আক্রান্তদের থেকে শারীরিক দূরত্ব বজায়ের বদলে সামাজিক দূরত্ব বজায় রাখছেন নাগরিকরা। আর তারই মধ্যে গোদের উপর বিষফোঁড়ার মত জুড়ে বসেছে প্রশাসনিক পোষ্টার। বিভিন্ন আবাসনের নীচে দেখা গেছে এহেন পোষ্টার যেখানে লেখা আছে অমুক তলার অমুক নং ফ্ল্যাটে যাবেন না কারণ ওই ফ্ল্যাটের বাসিন্দা করোনা আক্রান্ত! আর এই প্রসঙ্গেই বুধবার সুপ্রিম বিশেষ ডিভিশন বেঞ্চ জানায়, কোভিড আক্রান্তদের বাড়ির বাইরে প্রশাসনের তরফে কোনোরকমের সতর্কীকরণ পোষ্টার আটকানো যাবে না। আর সামজিক ভাবে দেখতে গেল এই কাজ রীতিমতো অসম্মানজনক।

দুর্যোগ মোকাবিলা আইনের আওতায় ব্যবস্থা গ্রহণের নির্দেশ

দুর্যোগ মোকাবিলা আইনের আওতায় ব্যবস্থা গ্রহণের নির্দেশ

যদিও বুধবার সর্বোচ্চ ন্যায়ালকে প্রশাসনের কাঁধে হাত রেখেই আরও বলতে শোনা যায়, সাধারণত প্রশাসন কোনো অবস্থাতেই এমন পোষ্টার আটকাতে পারে না। তবে 'দুর্যোগ মোকাবিলা আইন'-এর আওতায় বিশেষ অবস্থায় এমন পদক্ষেপ গ্রহণ করতে পারে প্রশাসন। যদিও সেক্ষেত্রে দুর্যোগের পরিমাপ সঠিক উপায়ে করাটাও বাঞ্ছনীয়, এমনটাও জানাচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্য আধিকারিকেরা।

জনস্বার্থ মামলার রায়ে খুশি সকলেই

জনস্বার্থ মামলার রায়ে খুশি সকলেই

সম্প্রতি করোনা পোষ্টার সংক্রান্ত সুপ্রিম কোর্টে রজু হওয়া একটি জনস্বার্থ মামলার শুনানি চলাকালীন এদিন বিচারপতি অশোক ভূষণের বিশেষ বেঞ্চ এই রায় দেয়। বেঞ্চের সদস্য বিচারক আরএস রেড্ডি ও এমআর শাহ জানান, "কেন্দ্র ইতিমধ্যেই সমগ্র দেশে গাইডলাইন জারি করেছে। তাহলে করোনা মোকাবিলায় এমন পোষ্টার কি কাজে আসছে?" এমন পোষ্টারকে 'ভিত্তিহীন' ও 'অপবাদসূচক' বলে অভিহিত করেছেন জনস্বার্থ মামলাকারীরা।

কী বলছে কেন্দ্র ?

কী বলছে কেন্দ্র ?

শুনানি চলাকালীন এর আগেই কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানিয়েছিলেন যে, এমন কোনো গাইডলাইন কেন্দ্রের তরফে জারি করা হয়নি। স্বাস্থ্যমন্ত্রকের একটি এফিডেভিট তুলে ধরে তুষারবাবু জানান যে, "এমন পোষ্টারের বিরুদ্ধে ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক তদন্ত শুরু করেছে। এমন অসম্মানসূচক কোনো পোষ্টার দেওয়ার কথাও জানানো হয়নি কেন্দ্রের তরফে।" যদিও জনতার একাংশের বক্তব্য, এই ভোগান্তি মানুষকেই পোহাতে হচ্ছে।

মতুয়ারা সকলেই নাগরিক, নাগরিকদের আবার নাগরিকত্ব দেবে বিজেপি! বার্তা মমতারমতুয়ারা সকলেই নাগরিক, নাগরিকদের আবার নাগরিকত্ব দেবে বিজেপি! বার্তা মমতার

English summary
posters cannot be given in front of the homes of Corona victims , new directive of the Supreme Court
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X