For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদী সরকারের মন্ত্রীর হাত কাটতে চেয়েছিলেন লালু-কন্যা! বিস্ফোরক মিসা

লোকসভা নির্বাচনের আগে রাজনৈতিক তাপ উত্তাপ ক্রমেই বাড়ছে। দল বদল থেকে , দোষারোপ পাল্টা তোপের খেলায় ক্রমেই জাতীয় রাজনীতির সমীকরণ পাল্টাচ্ছে মুহূর্তে। ২০১৯ নির্বাচনের আগে পারদ চড়ছে বিহারের রাজনীতিরও।

  • |
Google Oneindia Bengali News

লোকসভা নির্বাচনের আগে রাজনৈতিক তাপ উত্তাপ ক্রমেই বাড়ছে। দল বদল থেকে , দোষারোপ পাল্টা তোপের খেলায় ক্রমেই জাতীয় রাজনীতির সমীকরণ পাল্টাচ্ছে মুহূর্তে। ২০১৯ নির্বাচনের আগে পারদ চড়ছে বিহারের রাজনীতিরও। এদিকে, লালু কন্য়া মিসা ভারতী ফুঁসে উঠলেন সুশীল কুমার মোদীর মন্ত্রিসভার মন্ত্রী রাম কৃপাল যাদবকে নিয়ে।

মোদী সরকারের মন্ত্রীর হাত কাটতে চেয়েছিলেন লালু-কন্যা! বিস্ফোরক মিসা

পাটনার বিক্রম এলাকায় একত দলীয় সভায় বক্তব্য় রাখছিলেন লালু কন্যা মিসা ভারতী। সেই সময় আরডজেডির প্রাক্তন নেতা তথা বর্তমান বিজেপি নেতা রাম কৃপাল যাদবকে নিয়ে ক্ষোভে ফেটে পড়েন মিসা। একটা সময় কৃপালকে 'কাকা' বলে সম্বোধন করতেন মিসা। সেই মিসাই দলীয় সভায় দাবি করেন, 'উনি ভালো ঘাস কাটতে পারেন। এনাকে আমি খুব শ্রদ্ধা করতাম। তবে য়বে থেকে উনি সুশীল কুমার মোদীর সঙ্গে হাত মিলিয়েছেন সেদিনই ওনার হাত ওই ঘাস কাটান মেশিনে কাটতে চেয়েছিলাম।'

[আরও পড়ুন:মোদী সরকারের মন্ত্রীর হাত কাটতে চেয়েছিলেন লালু-কন্যা! বিস্ফোরক মিসা ][আরও পড়ুন:মোদী সরকারের মন্ত্রীর হাত কাটতে চেয়েছিলেন লালু-কন্যা! বিস্ফোরক মিসা ]

উল্লেখ্য, একটা সময় লালু প্রসাদের অত্যন্ত ঘনিষ্ঠ নেতা ছিলেন রামকৃপাল। পরবর্তীকালে তাঁকে দল পাটুলিপুত্র থেকে টিকিট না দেওয়ায় তিনি ক্ষুব্ধ হন। এরপরই আরজেডি ছেড়ে চলে যান রাম কৃপাল যাদব। এরপরই ২০১৪ সালের নির্বাচনে পাটুলিপুত্র আসন থেকে রামকৃপাল ভোটে দাঁড়ান ও হারিয়ে দেন প্রতিদ্বন্দ্বি তথা লালু কন্যা মিসা ভারতীকে।

[আরও পড়ুন:মেগা ব্রিগেড! হাজির ৫ প্রাক্তন মুখ্যমন্ত্রী, ৩ বর্তমান মুখ্যমন্ত্রী, ৫ বারের মুখ্যমন্ত্রী][আরও পড়ুন:মেগা ব্রিগেড! হাজির ৫ প্রাক্তন মুখ্যমন্ত্রী, ৩ বর্তমান মুখ্যমন্ত্রী, ৫ বারের মুখ্যমন্ত্রী]

English summary
Wanted to cut off Ram Kripal Yadav's hands for joining BJP, says Misa Bharti.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X