For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ডেবিট কার্ডে সহজে ইএমআই পেতে চান? গ্রাহকদের নতুন আশার আলো দেখাচ্ছে এসবিআই

ডেবিট কার্ডে সহজে ইএমআই পেতে চান? গ্রাহকদের নতুন আশার আলো দেখাচ্ছে এসবিআই

  • |
Google Oneindia Bengali News

বর্তমানের ডিজিটাল যুগে পড়াশোনা থেকে বিবাহ, সবই প্রায় সম্পন্ন হচ্ছে অনলাইন মাধ্যমে। আর একইভাবে লকডাউনের আবহে ঘরবন্দি থেকেও থেমে নেই কেনাকাটা। বাঙালির 'বারো মাসে তেরো পার্বণ'-এর নিয়ম মেনে অনলাইনেই চলছে শপিং। আর এই 'উইন্ডো শপিং'-কে আরও একটু স্বাভাবিক করতে ডেবিট কার্ডেই মিলছে কেনাকাটার সুযোগ। ক্রেডিট কার্ড না থাকলেও কিভাবে পাবেন ইএমআইয়ের বা কিস্তিতে লেনদেনের সুযোগ? ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই) আশা দেখাচ্ছে গ্রাহকদের।

ফ্লিপকার্ট ও অ্যামাজনে ডেবিট কার্ডে ইএমআই

ফ্লিপকার্ট ও অ্যামাজনে ডেবিট কার্ডে ইএমআই

এতদিন পর্যন্ত অ্যাকাউন্টে ন্যূনতম টাকা না থাকলেও শুধুমাত্র ক্রেডিট কার্ডের দ্বারা ইএমআই সুবিধা পেতেন গ্রাহকরা। এসবিআইয়ের দৌলতে ডেবিট কার্ডের মাধ্যমে সর্বনিম্ন ৮,০০০ টাকা পর্যন্ত ইএমআইয়ের আওতায় আনতে পারবেন গ্রাহকরা। এমন কি ফ্লিপকার্ট-অ্যামাজনেও কেনাকাটা করতে পারবেন গ্রাহকরা। যদিও ব্যাঙ্ক সূত্রে খবর, শুধু নির্ধারিত গ্রাহকরাই এই সুযোগ পাবেন। অফলাইন কেনাকাটার ক্ষেত্রে পিওএস যন্ত্রেও ডেবিট কার্ডের দ্বারা ইএমআই সুযোগ পাবেন গ্রাহকরা, খবর ব্যাঙ্ক কর্তৃপক্ষ সূত্রে।

কিভাবে ইএমআই সুবিধা পাবেন গ্রাহকরা?

কিভাবে ইএমআই সুবিধা পাবেন গ্রাহকরা?

গ্রাহকদের সুবিধার্থে নব বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসবিআই। প্রথমে এই লিঙ্কে প্রবেশ করতে হবে : https://onlineapply.sbi.co.in/personal-banking/sbi-flipkart । তারপর মোবাইল নং ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নং দিয়ে নির্বাচনের যোগ্যতা পরীক্ষা করতে পারবেন গ্রাহকরা। তাছাড়া এসএমএসের মাধ্যমেও পরীক্ষা করতে পারবেন গ্রাহকরা। এসবিআইয়ে নথিভুক্ত ফোন নং থেকে 567676 নম্বরে DCEMI এসএমএস করলেই খবর হাতের মুঠোয় চলে আসবে গ্রাহকদের।

এক লক্ষ পর্যন্ত ঋণ নেওয়া সম্ভব

এক লক্ষ পর্যন্ত ঋণ নেওয়া সম্ভব

এসবিআই সূত্রে খবর, এখন ডেবিট কার্ডের দ্বারা প্রায় এক লক্ষ পর্যন্ত ঋণ পাবেন গ্রাহকরা। ৬,৯,১২ ও ১৮ মাসের কিস্তির পাশাপাশি ৭.৫০% সুদের ভিত্তিতে লোন নেওয়া সম্ভব হবে। এছাড়াও অনলাইন বা অফলাইন, দুই মাধ্যমেই ইএমআই পরিশোধ সম্ভবপর হবে নতুন নিয়মের জেরে। এসবিআইয়ের ডেবিট কার্ড ইএমআইয়ের সুযোগ পেতে গেলে অনলাইনে কোনো সামগ্রী ক্রয় করার সময়ে এসবিআই ডেবিট কার্ডের ইএমআইয়ের সুযোগ উল্লিখিত থাকবে বলে জানা গিয়েছে। সেইখানে ক্লিক করলেই এসবিআইয়ের নিজস্ব লগইন পেজ খুলে যাবে। শর্তাবলী ও নিয়মাবলী দেখে নিয়ে তারপর নির্দিষ্ট সুবিধা নিতে পারবেন গ্রাহকরা।

 প্রিপেমেন্ট চার্জ সম্বন্ধে আগাম জেনে নিন

প্রিপেমেন্ট চার্জ সম্বন্ধে আগাম জেনে নিন

ইএমআইয়ের সুযোগ নেওয়ার সঙ্গে সঙ্গেই ডেবিট কার্ড থেকে আদানপ্রদান বাবদ ২ টাকা কেটে নেবে ব্যাঙ্ক। পাশাপাশি অ্যাকাউন্টে যথেষ্ট অর্থ না থাকলে শর্তাবলী মেনে মাসে ২% পর্যন্ত গুণাগার গুনতে হতে পারে গ্রাহকদের। আগাম ইএমআই অর্থ জমা দিলে বা হঠাৎ অ্যাকাউন্ট বন্ধ করার চেষ্টা করলে সেক্ষেত্রে আর্থিক জরিমানা মাসিক ৩% পর্যন্ত হতে পারে বলে জানিয়েছেন ব্যাঙ্ক আধিকারিকরা। ডেবিট কার্ডে এসবিআই এই নয়া সুযোগ দেওয়ায় 'উইন্ডো শপিং' যে কয়েকগুণ পর্যন্ত বাড়তে পারে, তা স্পষ্ট জানিয়েছেন অর্থনীতি বিশেষজ্ঞরা।

English summary
Learn how to apply for EMI on SBI Debit Card
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X