For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বারাক ওবামার 'বেডশিট' নিয়ে রাহুলের মন্তব্যে ফের কৌতূক সমালোচকদের

রাহুল গান্ধী বলেন, একদিন তিনি দেখতে চান বারাক ওবামার বেডশিটে 'মেড ইন উত্তরপ্রদেশ' কথাটি লেখা রয়েছে। এই বক্তব্য ঘিরে শুরু হয় সমালোচনা।

  • |
Google Oneindia Bengali News

গাজিয়াবাদ, ৮ ফেব্রুয়ারি : ফের একবার নিজের মন্তব্য়ের জেরে খবরে এলেন রাহুল গান্ধী। গতকাল তাঁর কংগ্রেসের হয়ে ভোটপ্রচারে গিয়েছিলেন রাহুল। সেখানেই এক সভাতে প্রধানমন্ত্রীর 'মেক ইন ইন্ডিয়া' -এর উদ্যোগকে কটাক্ষ করেন রাহুল।[ছেঁড়া কুর্তা দেখালেন রাহুল, ট্রোলের ছড়াছড়ি স্যোশাল মিডিয়ায়]

রাহুল গান্ধী তাঁর সভায় দেশের বেকারত্ব সমস্যা নিয়ে কথা বলতে গিয়ে বিজেপি সরকারের 'মেক ইন ইন্ডিয়া' -এর উদ্যোগকে আক্রমণ করেন। তিনি বলেন, একদিন তিনি দেখতে চান বারাক ওবামার বেডশিটে 'মেড ইন উত্তরপ্রদেশ' কথাটি লেখা রয়েছে। আর ভারতের জাতীয় কংগ্রেসের সহ সম্পাদকের এই রকম বক্তব্যে সমালোচনার ঝড় বয়ে যায় নানা মহলে।[পাঞ্জাবের গ্রামবাসীদের সঙ্গে মাটিতে বসে ডাল সবজি খেলেন রাহুল গান্ধী]

বারাক ওবামার 'বেডশিট' নিয়ে রাহুলের মন্তব্যে ফের কৌতূক সমালোচকদের

সমালোকদের বক্তব্য, ভারতে তৈরি কোনও বস্তুতে 'মেড ইন ইন্ডিয়া' লেখা থাকে। যা বিদেশে রপ্তানী করা হয় সেই সমস্ত জিনিসেও 'মেড ইন ইন্ডিয়া' কথাটিই লেখা হয়। রপ্তানীযোগ্য কোনো ভারতীয় পণ্যে কোনও রাজ্যের নাম লেখা থাকেনা। ফলত রাহুল গান্ধীর এহেন বক্তব্য হাস্যকর মনে হয়েছে তাঁর সমালোচকদের। পাশপাশি সমালোচকদের দাবি, বক্তব্য রাখার সময় রাহুল বর্তমান মার্কিন রাষ্ট্রপতির নাম ভুলে গিয়ে বারাক ওবামার নাম বলে ফেলেছেন। যা নিয়ে কৌতূক করতে ছাড়ছেন না সমালোচকরা।[কেন্দ্রকে চাপে ফেলতে মোদীর কাছে এই কয়েক দফার শর্ত রাখলেন রাহুল]

তবে গতকালের ভাষণে, একবার ফের কেন্দ্রীয় সরকারের 'আচ্ছে দিন' -এর স্লোগানকে একহাত নেন রাহুল। তিনি বলেন , দেশের ধনী ব্যবসায়ীদের জন্যই 'আচ্ছে দিন' বাকি কৃষকদের জন্য খারাপ দিন এসেছে মোদী সরকারের আমলে । এদিনের সভায় কৃষকদের আর্থিক অনটনের সমস্যাও তুলে ধরেন তিনি।[বিয়ের প্রতিশ্রুতি দিয়েছেন রাহুল গান্ধী, দাবি এই মহিলার!]

English summary
Promising development if voted to power, Congress vice-president Rahul Gandhi on Wednesday said that he wants to see Barack Obama’s bed sheet marked Made in Uttar Pradesh. “I want to see the day when bed sheet used in barack Obama’s house will have Made in Uttar Pradesh mark,’ said Gandhi during a rally in Ghaziabad.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X