For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'আফস্পা মুক্ত ভারত আমিও চাই', মোদীর বক্তব্যে কংগ্রেসকে ঘিরে উঠে এল একাধিক তোপ

আফস্পা আইন নিয়ে বিজেপি সরকারকে একাধিকবার সমালোচনা শুনতে হয়েছে। বহুবার এই আইন জম্মু ও কাশ্মীরে লাগু থাকা নিয়ে সারা দেশজুড়ে বিভিন্ন সংগঠনের তোপের মুখে পড়তে হয়েছে মোদী সরকারকে।

  • |
Google Oneindia Bengali News

আফস্পা আইন নিয়ে বিজেপি সরকারকে একাধিকবার সমালোচনা শুনতে হয়েছে। বহুবার এই আইন জম্মু ও কাশ্মীরে লাগু থাকা নিয়ে সারা দেশজুড়ে বিভিন্ন সংগঠনের তোপের মুখে পড়তে হয়েছে মোদী সরকারকে। এক সর্বভারতীয় চ্যানেলের সাক্ষাৎকারে আফস্পার প্রসঙ্গ উঠতেই মোদী বিষয়টি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন।

আফস্পা নিয়ে মোদীর বক্তব্য

আফস্পা নিয়ে মোদীর বক্তব্য

এদিনের সাক্ষাৎকারেও ফের একবার আফস্পা প্রসঙ্গে মোদী ,বিরোধীদের ও কংগ্রেসকে চরম তোপ দাগেন। এই আইন ইস্যুতে কংগ্রেসের অবস্থান ও ইস্তেহার নিয়ে এদিন মোদী বক্ষোভ উগড়ে দেন।

আফস্পা ও মোদী

আফস্পা ও মোদী

এদিনের সাক্ষাৎকারে মোদী স্পষ্ট ভাষায় কংগ্রেসকে তোপ দেগে তাদের ইস্তেহার প্রসঙ্গে বলেন, 'আফস্পা আইন সরিয়ে দিতে চাইছেন। আপনারা এই আইন আনলেন,তাকে নিয়মিত ভাবে পর্যালোচনা করা উচিত ছিল। কিন্তু চোখ বন্ধ করেছিলেন। ..দুনিয়ায় কেউ চায়না দেশ জেলখানা হয়ে থাকুক। তবে পরিস্থিতির উন্নতি হওয়া প্রয়োজন।যেমন আমরা অরুণাচলপ্রদেশে করেছি। ওখানে পরিস্থিতি সুধরে গিয়েছে।,, তবে আইন শেষ করে দেওয়া, আইনকে রাতারাতি পাল্টে দেওয়া হলে, এই যে আপনারা টুকরো-টুকরো গ্যাং এর ভাষা বলছেন,তাহলে দেশ কিভাবে চলবে?'

[আরও পড়ুন: 'পাকিস্তান নিজেই প্রমাণ দিয়ে ফেলেছে ভারতের এয়ারস্ট্রাইকের', ফের স্বমহিমায় মোদী][আরও পড়ুন: 'পাকিস্তান নিজেই প্রমাণ দিয়ে ফেলেছে ভারতের এয়ারস্ট্রাইকের', ফের স্বমহিমায় মোদী]

আফস্পা মুক্ত দেশ

আফস্পা মুক্ত দেশ

আফস্পা প্রসঙ্গে মোদী বলেন,'আমি এমন ভারত চাই যেখানে আফস্পা থাকবে না। তবে তার জন্য আগে পরিস্থিতি তৈরি হোক। ' এরপরই কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগেনব মোদী । তিনি বলেন কংগ্রেসের ইস্তেহারে পাকিস্তানের ভাষা, বিচ্ছিন্নতাবাদীদের ভাষা উঠে আসছে। আর তা ভারতীয় সেনার মনোবল ভেঙে দেওয়ার পক্ষে যথেষ্ট।

[আরও পড়ুন: আদবানির প্রশংসায় নরেন্দ্র মোদী, কী প্রতিক্রিয়া মেহবুবার!][আরও পড়ুন: আদবানির প্রশংসায় নরেন্দ্র মোদী, কী প্রতিক্রিয়া মেহবুবার!]

[আরও পড়ুন:লোকসভা নির্বাচনের সমস্ত খবর পেতে ক্লিক করুন এই লিঙ্কে]

English summary
I want an India without AFSPA, but for that, there has to be a suitable situation. Congress' manifesto is in sync with the language separatists use for our country ,saya Modi.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X