For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Air India: 'ভাল করে ঘুমোতে চেয়েছিলাম', সহযাত্রীকে মদ্যপানের কারণ ব্যাখ্যা করেছিলেন শঙ্কর মিশ্র

সহযাত্রীকে মদ্যপানের কারণ ব্যাখ্যা করেছিলেন শঙ্কর মিশ্র

Google Oneindia Bengali News

দীর্ঘ সময় কাজ করে ক্লান্ত হয়ে পড়েছিলেন। ভাল ঘুমের জন্যই বিমানে মদ্যপান করছিলেন। পাশেই বসে থাকা সহ যাত্রীকে মদ্যপানের কারণ ব্যাখ্যা করে জানিয়েছিলেন শঙ্কর মিশ্র। গত পরশু তাঁকে গ্রেফতার করে পুলিশ। এয়ার ইন্ডিয়ার বিমানে মদ্যপ অবস্থায় মহিলা সহযাত্রীর গায়ে প্রস্রাব করে দিয়েছিলেন তিনি। তাই নিয়ে গত কয়েকদিন ধরে তোলপাড় হচ্ছে গোটা দেশ। এয়ার ইন্ডিয়ার উড়ানে যাত্রীর কীর্তিতে শোরগোল পড়ে গিয়েছিল গোটা দেশে।

ভাল ঘুমের জন্যই মদ্যপান

ভাল ঘুমের জন্যই মদ্যপান

দীর্ঘ সময় ধরে ভাল করে ঘুমোননি। ক্লান্ত হয়ে গিয়েছিল শরীর। সেকারণে মদ খেয়ে ভাল করে ঘুমোতে চেয়েছিলেন। নিজের মদ্যপানের কারণ এমনই ব্যাখ্যা করেছিলেন এয়ার ইন্ডিয়া বিমানে প্রস্রাব কাণ্ডে অভিযুক্ত যাত্রী শঙ্কর মিশ্র। তিনি তাঁর সহযাত্রী সৌগত ভট্টাচার্যকে জানিয়েছিলেন সেকথা। এয়ার ইন্ডিয়ার বিমানে শঙ্কর মিশ্রর পাশের আসনেই বসেছিলেন সৌগত ভট্টাচার্য। পাশের যাত্রীকে সেকথা বলেই শঙ্কর মিশ্র উঠে যান মহিলা সহ যাত্রীর আসনের দিকে এবং সেখানে দাঁড়িয়ে মহিলা যাত্রীর গায়ে প্রস্রাব করে দেন। এয়ার ইন্ডিয়ার বিমান দিল্লিতে পৌঁছনোর পরেও কোনও বাধা ছাড়াই তিনি বেরিয়ে যান। এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ তার বিরুদ্ধে কোনও পদক্ষেপই করেনি।

কী বলছেন শঙ্কর মিশ্রর সহযাত্রী

কী বলছেন শঙ্কর মিশ্রর সহযাত্রী

নিউ ইয়র্ক থেকে দিল্লিগামী উড়ানে শঙ্কর মিশ্রর পাশেই বসেছিলেন ডাক্তার সৌগত রায়। বার বার মদ্যপান করছিলেন শঙ্কর মিশ্র। একই প্রশ্ন তাঁকে ২ বার জিজ্ঞাসা করেছিলেন শঙ্কর। তারপরেই তিনি বুঝতে পারেন শঙ্কর আর সুস্থ অবস্থায় নেই। তিনি মত্ত অবস্থায় চলে গিয়েছেন। তার পরেই বিমানের ক্রুদের ডেকে জানিয়েছিলেন সৌগত ভট্টাচার্য। কিন্তু বিমানের ক্রু কেবল হেঁসে সেখান থেকে চলে যান। শঙ্কর মিশ্রকে সতর্ক করার কোনও পদক্ষেপই বিমান সংস্থার পক্ষ থেকে সেসময় বিমানের ভেতরে করা হয়নি।

চিঠি লিখে অভিযোগ টাটা গ্রুপের চেয়ারম্যানকে

চিঠি লিখে অভিযোগ টাটা গ্রুপের চেয়ারম্যানকে

এয়ার ইন্ডিয়ার বিমানের এই ঘটনার পরেও কেউ বিমান সংস্থার পক্ষ থেকে কোনও পদক্ষেপ করা হয়নি। তারপরেই টাটা গ্রুপের চেয়ারম্যানকে চিঠি লিখে অভিযোগ জানান শঙ্কর মিশ্রর সহযাত্রী। তিনি জানিয়েছেন বিমানের সহযাত্রী হিসেবে এভাবে মহিলা সহযাত্রীর উপরে অভব্য আচরণ একেবারেই মেনে নেওয়া যায় না সেকারণেই টাটা গ্রুপের চেয়ারম্যানকে চিঠি লিখে পুরো ঘটনা জানিয়েছিলেন বিস্তারিত ভাবে।

গ্রেফতার শঙ্কর মিশ্র

গ্রেফতার শঙ্কর মিশ্র

এই ঘটনা জানা জানি হতেই অস্বস্তিতে পড়ে এয়ার ইন্ডিয়া। সহ্গে সঙ্গে গ্রাউন্ড করা হয় সেই বিমানের ৪ জন ক্রু এবং বিমানের পাইলটকে। এয়ার ইন্ডিয়ার সিইএ এই ঘটনার জন্য ক্ষমাও চেয়ে নিয়েছে। তারপরেই শঙ্কর মিশ্রর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। এবং এই ঘটনায় গ্রফতার করা হয় তাকে। বেঙ্গালুরুর একটি হোমস্টেতে লুকিয়ে ছিলেন তিনি। মুম্বইয়ের বাসিন্দা শঙ্কর মিশ্রকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

আন্তর্জাতিক মঞ্চে মিথ্যা বলছেন! যেখানে দাঁড়িয়ে বলছেন, সেটাও বাম আমলের, মমতাকে চ্যালেঞ্জ সুজনের আন্তর্জাতিক মঞ্চে মিথ্যা বলছেন! যেখানে দাঁড়িয়ে বলছেন, সেটাও বাম আমলের, মমতাকে চ্যালেঞ্জ সুজনের

English summary
Why he was drund Air India passenger Shankar Mishra told to his Co-passenger
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X