For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাস্তায় চলার সময় সামনে ছিল গরু, সন্দেহের বশে প্রৌঢ়কে মার গোরক্ষকদের

গোরক্ষকদের উদ্দেশে প্রধানমন্ত্রীর কড়া বার্তা সত্ত্বেও ফের একবার গোরক্ষকদের তাণ্ডবের শিকার হলেন রাজৌরির এক প্রৌঢ়।

  • |
Google Oneindia Bengali News

গোরক্ষকদের উদ্দেশে প্রধানমন্ত্রীর কড়া বার্তা সত্ত্বেও ফের একবার গোরক্ষকদের তাণ্ডবের শিকার হলেন রাজৌরির এক প্রৌঢ়। ৭০ বছর বয়সী লাল হুসেন জম্মু ও কাশ্মীরের বাকোরির একটি ব্যাঙ্কের ব্র্যাঞ্চে কিছু টাকা রাখতে যাচ্ছিলেন তিনি। তখনই তাঁর ওপর চড়াও হয় কয়েকজন গোরক্ষক। এমনই অভিযোগ লাল হুসেনের। ঘটনা গ্রেফতার করা হয় কুলদীপ রাজ নামে এক গোরক্ষককে।

রাস্তায় চলার সময় সামনে ছিল গরু, সন্দেহের বশে প্রৌঢ়কে মার গোরক্ষকদের

লাল হুসেনের দাবি, তাঁর কোনও গরু নেই। তাঁর কাছে দুটি মোষ রয়েছে। তাঁর বাড়িতে যা ভেড়া ও ছাগল ছিল তা তিনি ১৫ দিন আগই দেড় লাখ টাকায় বিক্রি করে দেন। তাঁর অভিযোগ, গোরক্ষকরা চড়াও হয়েই তাঁর কাছ থেকে টাকা রব্য়াগ ছিনিয়ে নিয়ে ,তাঁকে অকথ্য মারতে থাকে। প্রচণ্ড মরাধরের পর, তিনি মারা গিয়েছেন ভেবে তাঁকে নর্দমায় ফেলে দিয়ে চলে যায় গোরক্ষকরা। সেই অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।

লাল হুসেনের ছেলের বক্তব্য , ঘটনার ঠিক আগে রাস্তায় চলার সময়ে , লাল হুসেনের আগে যাচ্ছিলেন এক যুবক। যুবকের সঙ্গে ছিল একটি গরু। লাল হুসেনের পরিবারের অনুমান , গরুর সামনে থাকার জন্য়ই হয়ো লাল হুসেনকে আক্রমণ করা হয়।

English summary
Two days after he was attacked, allegedly by some gau rakshaks, Lal Hussain, 70, still doesn’t know why he was targeted. Bleeding from injuries on the head and legs, he was thrown into a drain, and left for dead. Till some people saw him lying unconscious, about half-an-hour later, and took him home. Hussain, a nomadic Gujjar, says he doesn’t have any cows, only two buffaloes. He had some sheep and goats, but he sold these about a fortnight ago for Rs 1.5 lakh.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X