SCO-র মঞ্চে পাকিস্তানকে তোপ ভারতের! সন্ত্রাসবাদ ইস্যুতে সুর চড়ালেন ভেঙ্কাইয়া নাইডু
১৯তম সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে সীমান্ত সন্ত্রাস নিয়ে সরব হল ভারত৷ যেখানে ভারতের হয়ে এই বছর প্রতিনিধিত্ব করলেন উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু৷ আর সোমবার সেই ভাষণেই তিনি অভিযোগ করলেন, সন্ত্রাসবাদ আজও আঞ্চলিক বিপদ হিসেবে বিদ্যমান রয়ে গিয়েছে এবং ভারত সর্বদা তার নিন্দা করে আসছে৷ নাম না করেই এদিন পাকিস্তানকে নিশানা করেন তিনি৷

কী বলেন ভেঙ্কাইয়া নাইডু
এদিন ভেঙ্কাইয়া নাইডু বলেন, সবচেয়ে বেশি চিন্তার সীমান্তে সন্ত্রাসকে যে সব দেশ তাদের জাতীয় নীতি হিসেবে গ্রহণ করেছে৷ এবছর সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলন পরিচালনা করেন ভেঙ্কাইয়া নাইডু৷ ভার্চুয়াল এই সভাতেই তিনি সন্ত্রাসবাদ নিয়ে সরব হন৷ অভিযোগ করেন, সবচেয়ে বেশি ষে সমস্য়ার মুখোমুখি ভারত হয়েছে, তা হল সন্ত্রাসবাদ৷ বিশেষ করে সীমান্তপারের সন্ত্রাস৷

ভারত সবসময় সন্ত্রাসবাদের নিন্দা করে
এই বিষয়ে ভারতের উপরাষ্ট্রপতি জানান, ভারত সবসময় প্রকাশ্যে সন্ত্রাসবাদের নিন্দা করে৷ তিনি আরও বলেন, ভারত সবচেয়ে বেশি চিন্তিত যে, কিছু দেশ সন্ত্রাসবাদকে তাদের জাতীয় নীতির হাতিয়ার বানিয়ে ফেলেছে৷ এসসিও-তে দ্বিপাক্ষিক ইস্য়ুকে উত্থাপন করে পাকিস্তানের দিকে ইঙ্গিত করে নাইডু বলেন, এমন আচরণ বহুপাক্ষিক ক্ষেত্রের নীতির বিরোধী৷

চিনকে কটাক্ষ ভেঙ্কাইয়ার
তবে, এসসিও-তে দ্বিপাক্ষিক বিষয় উত্থাপনের বিষয়টিকে দুর্ভাগ্য়জনক বলে মন্তব্য় করেন ভারতীয় উপরাষ্ট্রপতি তথা সভায় সভাপধিত্ব করা ভেঙ্কাইয়া নাইডু৷ তিনি অভিযোগ করেন, এসসিও-র নিয়ম এবং সনদকে লঙ্ঘন করে বারবার দ্বিপাক্ষিক ইস্য়ুকে এই সম্মেলনে উত্থাপন করার চেষ্টা চলছে৷ এছাড়াও সীমান্ত সংলগ্ন এলাকায় চিন যে সড়ক নির্মাণ প্রকল্প নিয়েছে তার উদ্দেশ্য কটাক্ষ করেছেন নাইডু।

আন্তর্জাতিক বাণিজ্যিক স্থিতি বজায় রাখার বার্তা
এদিকে এদিন তিনি বলেছেন যে আন্তর্জাতিক বাণিজ্যিক স্থিতি বজায় রাখতে হলে প্রতিটি সদস্য দেশকে বহুস্তরীয় বাণিজ্য নীতি অনুসরণ করতে হবে। এসসিও-র সম্পূর্ণ সদস্য় পদ পাওয়ার পর এটিই ভারতের প্রথমবার এই সম্মেলনে সভাপতিত্ব৷ এদিন সম্মেলনে ভারতের চেয়ারম্য়ানশিপের সময়কালে একটি স্পেশাল কার্যকরী কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয় এসসিও-তে৷ এই প্রস্তাবিত কমিটি স্টার্ট-আপ ও নতুনত্ব বিষয়ের উপর কাজ করবে বলে জানানো হয়৷
লড়াইয়ের মাঠে দেখা হবে! এবার অনুব্রতর গড়ে ভাঙনের রেখা, 'হানা' শুভেন্দু অনুগামীদের