For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২১ অক্টোবর ১৮টি রাজ্যে উপনির্বাচন, কর্নাটক–উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি আসনে ভোট

২১ অক্টোবর ১৮টি রাজ্যে উপনির্বাচন, কর্নাটক–উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি আসনে ভোট

Google Oneindia Bengali News

মহারাষ্ট্র ও হরিয়ানাতে ২১ অক্টোবর বিধানসভা নির্বাচনের পাশাপাশি দেশের ১৮টি রাজ্যে উপনির্বাচন হতে চলেছে। এর মধ্যে ৬৪টি বিধানসভা আসনের জন্য এবং একটি লোকসভা কেন্দ্র উপনির্বাচন হবে বলে জানিয়েছ নির্বাচন কমিশন। সবকটি নির্বাচনই ২১ অক্টোবর সোমবার হবে বলে জানা গিয়েছে।

২১ অক্টোবর ১৮টি রাজ্যে উপনির্বাচন, কর্নাটক–উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি আসনে ভোট


৬৪টি বিধানসভা আসনে উপনির্বাচনের পাশাপাশি বিহারের সমস্তিপুরে একটি লোকসভা আসনের জন্য উপনির্বাচন হবে। কর্নাটকে ১৫টি ও ১১টি উত্তরপ্রদেশ বিধানসভা আসনে নির্বাচন হবে বলে জানা গিয়েছে।

নির্বাচন সূত্রে জানা গিয়েছে, উত্তরপ্রদেশের ১১টি বিধানসভা আসনের মধ্যে বেশিরভাগই সেইসব বিধায়কদের আসন, যাঁরা সম্প্রতি লোকসভা নির্বাচনে হেরে যাওয়ার পর বিধায়ক পদ থেকে ইস্তাফা দিয়েছেন। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, ২১ অক্টোবর সকাল সাতটা থেকে এই উপনির্বাচনের ভোট প্রক্রিয়া শুরু হবে। গুজরাট বিধানসভা আসন এবং মহারাষ্ট্রের সাতারা লোকসভা আসনও উপনির্বাচনের তালিকায় রয়েছে বলে জানা গিয়েছে। জুলাই মাসে বিহারের সমস্তিপুরের সাংসদ লোক জনশক্তি দলের রাম চন্দ্র পাসোয়ানের আকস্মিক মৃত্যুর পরই এই কেন্দ্রটি ফাঁকা হয়ে পড়ে। তাই এখানে উপনির্বাচন হওয়া জরুরি বলে জানা গিয়েছে।

বিধানসভা নির্বাচনের উপনির্বাচন হবে অরুণাচল প্রদেশের খোনসা, অসমের রতাবাড়ি, জানিয়া, রঙ্গপাড়া, সোনারি, বিহারের কৃষ্ণগঞ্জ, সিমরি ভক্তিপুর, দারোন্দা, নাথনগর, বেলহার, ছত্তিশগড়ের চিত্রকট, গুজরাটের থারদ, খেরালু, আমরাইওয়াড়ি, লুনাওয়াড, রাধানপুর, বায়াড, হিমাচল প্রদেশের ধর্মশালা, পচ্ছদ, কেরলের মঞ্জেশ্বর, এরনাকুলাম, আরুর, কোন্নি, বাট্টিয়োরকাভু, মধ্যপ্রদেশের ঝাবুয়া, মেঘালয়ের শেল্লা, ওড়িশার বিজেপুর, পুডুচেরির কামরাজ নগর, পাঞ্জাবের ফাগওয়াড়া, মুকেরিয়ান, দাখা, জালালাবাদ, রাজস্থানের মান্ডওয়া, খিনসার, সিকিমের পোকলক, মার্তাম ও গ্যাংটক, তামিলনাড়ুর বিক্ররাবন্দী, নানগুনেরি, তেলেঙ্গনার, উত্তরপ্রদেশের গাংগো, রামপুর, ইসলাস, লখনউ ক্যান্টনমেন্ট, গোবিন্দনগর, মানিকপুর, জাইদপুর, জালালপুর, বলহা ও ঘোসি। লোকসভা আসনের জন্য উপনির্বাচন হবে বিহারের সমস্তিপুরে ও মহারাষ্ট্রের সাতারাতে।

English summary
voting in 64 assembly seats one lok sabha constituency across 18 states to begin at 7 am on 21 october
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X