For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভোটার কার্ড উদ্ধার কাণ্ডের জের! বেঙ্গালুরুতে পিছিয়ে গেল ভোট, বাধ্য হয়ে ঘোষণা নির্বাচন কমিশনের

বেঙ্গালুরুর রাজরাজেশ্বরী নগর বিধানসভা কেন্দ্রের জলাহল্লিতে প্রায় ১০ হাজার ভোটার কার্ড উদ্ধার হওয়ার ঘটনায় ভোটদান পিছিয়ে গেল এই কেন্দ্রে।

  • |
Google Oneindia Bengali News

বেঙ্গালুরুর রাজরাজেশ্বরী নগর বিধানসভা কেন্দ্রের জলাহল্লিতে প্রায় ১০ হাজার ভোটার কার্ড উদ্ধার হওয়ার ঘটনায় ভোটদান পিছিয়ে গেল এই কেন্দ্রে। একটি ফ্ল্যাট থেকে এত হাজার ভোটার কার্ড উদ্ধারের ঘটনায় ইতিমধ্যে পুলিশ তদন্তে নেমেছে। আগামী ২৮ মে এই কেন্দ্রে ভোট হবে বলে জানা গিয়েছে।

ভোটার কার্ড উদ্ধার কাণ্ডের জের! বেঙ্গালুরুতে পিছিয়ে গেল ভোট

বাকী সারা কর্ণাটকে এবং বেঙ্গালুরু শহরের অন্য বিধানসভা কেন্দ্রগুলিতে শনিবার ভোট হলেও এই কেন্দ্রে ভোট হবে না। আগামী ৩১ মে এই কেন্দ্রে ভোটগণনা হবে।

বিজেপি আগেই অভিযোগ জানিয়েছে, যে অ্যাপার্টমেন্ট থেকে এই ভোটার কার্ডগুলি উদ্ধার হয়েছে তা কংগ্রেসের বিধায়কের। যদিও কংগ্রেস পাল্টা বিজেপিকে আক্রমণ করেছে। দাবি করেছে বিজেপি নেতার ফ্ল্যাট থেকে তা উদ্ধার হয়েছে।

পুলিশ তদন্তে নেমে দেখেছে কার্ডগুলি আসল। কার্ডের নাম দেখে তদন্তে নেমে পুলিশ কয়েকজনের কাছে পৌঁছেও গিয়েছে। পুলিশের অনুমান, বড় ধরনের উপঢৌকন দিয়ে রাজনৈতিক দলগুলি ভোটার কার্ড হাতিয়ে নিয়েছে। তবে কোন দল এটা করেছে তা এখনও স্পষ্ট নয়। তদন্ত চলছে। তথ্য সামনে এলেই তা জানানো হবে। বান্ডিলে করে ভোটার কার্ডগুলি মঙ্গলবার উদ্ধার হয়েছে। প্রতিটি বান্ডিলে নাম ও ফোন নম্বর ছিল। একজন ব্যক্তির নামও সেখানে লেখা রয়েছে। যার হাত ধরে এই কাজ করার কথা ছিল। সব দেখেশুনে নির্বাচন কমিশন ভোট পিছিয়ে দিয়েছে।

English summary
Voting in Bengaluru's Rajarajeshwari Nagar constituency where nearly 10,000 voter cards were found in a flat this week has been deferred to 28 May
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X