For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যোগীর রাজ্যে কী ফল হতে পারে বিজেপির, কী বলছে এবিপি নিউজের সমীক্ষা

বিজেপির প্রতি সমর্থন করা থেকে সরে আসতে চাইছে উত্তর প্রদেশের ভোটাররা। এমনটাই ইঙ্গিত দিচ্ছে লোকনীতি-সিএসডিএস এবং এবিপি নিউজের সমীক্ষা।

  • |
Google Oneindia Bengali News

বিজেপির প্রতি সমর্থন করা থেকে সরে আসতে চাইছে উত্তর প্রদেশের ভোটাররা। এমনটাই ইঙ্গিত দিচ্ছে লোকনীতি-সিএসডিএস এবং এবিপি নিউজের সমীক্ষা।

যোগীর রাজ্যে কী ফল হতে পারে বিজেপির, কী বলছে এবিপি নিউজের সমীক্ষা

সমীক্ষায় যে তথ্য পাওয়া গিয়েছে, উত্তর ভারতে বহু সংখ্যক মানুষের বিজেপি-র দিক থেকে সরে যাওয়ার বেশিরভাগ অংশই রয়েছেন উত্তর প্রদেশে। এবছরের শুরু থেকে যোগীর রাজ্যে বিজেপির সমর্থন কমতে চলেছে প্রায় ৮ পার্সেন্টেজ পয়েন্ট। অন্যদিকে, এসপি-বিএসপি জোট ভোট শতাংশের নিরিখে এগিয়ে রয়েছে বিজেপির থেকে।

এবিপি নিউজের সমীক্ষা অনুযায়ী, ২০১৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ যেখানে ৪৩ শতাংশ ভোট পেয়েছিল, এখনই ভোট হলে সেখানে তারা পেতে পারে ৩৫ শতাংশ ভোট। অর্থাৎ বিজেপির ভোট কমতে পারে প্রায় ৮ শতাংশ।

২০১৪ সালে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ যেখানে পেয়েছিল ৮ শতাংশ ভোট, এখনই ভোট হলে তারা পেতে পারে ১২ শতাংশ ভোট।

উত্তর প্রদেশে এখনই নির্বাচন হলে সব থেকে বেশি লাভবান হতে পারে অন্যরা। ২০১৪-র নির্বাচনে তাদের মিলিত ভোট ছিল প্রায় ৪৯ শতাংশ। এখনই নির্বাচন হলে তারা পেতে পারে ৫৩ শতাংশ ভোট।

২০১৪-তে উত্তর প্রদেশে যেখানে এস-বিএসপি পেয়েছিল যথাক্রমে ২২ ও ২০ শতাংশ করে ভোট। এখনই নির্বাচন হলে তারা পেতে পারে যথাক্রমে ২৭ ও ১৯ শতাংশ ভোট। অর্থাৎ দুপক্ষের মিলিত ভোটের পরিমাণ ৪২ শতাংশ থেকে বেড়ে হতে পারে ৪৬ শতাংশ।

English summary
Voters in Uttar Pradesh drifting away from BJP, says ABP News Survey
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X