For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভোটার-আধার লিঙ্ক আছে কি? নইলে পড়তে হবে বড় সমস্যায়, জেনে নিন কেন?

ভোটার-আধার লিঙ্ক আছে কি? নইলে পড়তে হবে বড় সমস্যায়, জেনে নিন কেন?

Google Oneindia Bengali News

আধারের সঙ্গে ভোটার কার্ডের সংযুক্তি নেই। বাতিল হয়ে যাবে ভোটার কার্ড এরকমই হুমকি দিচ্ছেন বুথ স্তরের অনেক অফিসার। তাঁদের কথায় প্রভাবিত হবেন না। কারণ এই প্রক্রিয়া কোনো ভাবেই বাধ্যতামূলক নয়। খোদ আইনমন্ত্রী সংসদে জানিয়েছেন সেকথা। কাজেই তাঁদের কথায় ভীত বা আতঙ্কিত হবেন না। ইতিমধ্যেই এই নিয়ে একাধিক অভিযোগ জমা পড়েছে।

ভোটার-আধার লিঙ্ক আছে কি? নইলে পড়তে হবে বড় সমস্যায়, জেনে নিন কেন?

শীতকালীন অধিবেশনেই মোদী সরকার আইন সংশোধন করে ভোটার কার্ডের সঙ্গে আধারের সংযুক্তিকরণ করার কথা জানিয়েছিল। কিন্তু সেটা কোেনা ভাবেই বাধ্যতামূলক নয়। কেউ চাইলে করতে পারে।ষ সম্পূর্ণ ঐচ্ছিক বিষয় এটি। কিন্তু একািধক জায়গা থেকে অভিযোহ আসতে শুরু করেছে বুথ স্তরের সরকারি অফিসাররা নকি সাধারণ মানুষকে সতর্ক করছেন ভোটার-আধার লিঙ্কের জন্য। ভোটার আধার লিঙ্ক না হলে বাতিল হয়ে যাবে ভোটার কার্ড।

সম্প্রতি এক ইন্টারনেট ফ্রিডম ফাউন্সেশনের এক সদস্য টুইট করে জানিয়েছেন, তাঁকে এক সরকারি অফিসার ফোন করে জািনয়েছে তাঁর ভোটার কার্ড বাতিল হয়ে যাবে। কারণ আধার কার্ডের সঙ্গে তাঁর ভোটার কার্ডের সংযুক্তিকরণ করা নেই। তাঁর নাম ভোটার তালিকা থেকে বাদ দেয়া হবে বলে জানােনা হয়েছে। তাই দ্রুত আধারের সঙ্গে ভোটারের সংযুক্তিকরণ করার কথা বলেছেন তিনি।

তার টুইটের পরেই দিল্লি চিফ ইলেকটোরাল অফিসার টুইট করে লিখেছেন এটা একেবারেই বাধ্যতামূলক নয়। এর ভিত্তিতে কোনো ভাবেই ভোটার কার্ড বাতিল করা যাবে না। কারণ আইনমন্ত্রী িনজে সংসদে জানিয়েছেন যে এটা সম্পূর্ণ ঐচ্ছিক বিষয়। অগস্ট মাস থেকেই এই িনয়ে প্রচার শুরু করেছে নির্বাচন কমিশন। বাড়ি বাড়ি গিয়ে প্রচার করা হচ্ছে। এগারো অগাস্ট পর্যন্ত ২.৫ কোটি আধার তথ্য সংগ্রহ করেছে নির্বাচন কমিশন।

English summary
booth-level officers warned people for not linked to their Aadhaar number with voter ID
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X