For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভোটের হারে সিঁদুরে মেঘ দেখছে শাসক! কোন রাজ্যে কত হারে ভোট, দেখে নিন একনজরে

ভোট শতাংশের হার এবারও বাড়ল না। নির্বাচন কমিশনের এত ব্যবস্থা সত্ত্বেও ভোট শতাংশের হার সেই ৬৩ শতাংশ। কেন এত কম ভোট? এই ভোট শতাংশের হারেই সিঁদুরে মেঘ দেখছে কেন্দ্রের শাসকদল।

Google Oneindia Bengali News

ভোট শতাংশের হার এবারও বাড়ল না। নির্বাচন কমিশনের এত ব্যবস্থা সত্ত্বেও ভোট শতাংশের হার সেই ৬৩ শতাংশ। কেন এত কম ভোট? এই ভোট শতাংশের হারেই সিঁদুরে মেঘ দেখছে কেন্দ্রের শাসকদল। প্রথম দুই দফার থেকেও কম ভোট পড়ল এবার। প্রথম দু-বার তবু ৭০ শতাংশের কাছাকাছি পৌঁছেছিল ভোটের হার। এবার ৬৩.২৪ শতাংশ।

উদ্বেগজনক অবস্থা উত্তরপ্রদেশ ও বিহারের

উদ্বেগজনক অবস্থা উত্তরপ্রদেশ ও বিহারের

সবথেকে উদ্বেগজনক অবস্থা উত্তরপ্রদেশ ও বিহারের। এই দুই রাজ্যেই ভোট পড়েছে ৬০ শতাংশেরে নীচে। উত্তরপ্রদেশে ভোট পড়েছে ৫৭.৭৪ শতাংশ। আর বিহারে ভোট পড়েছে ৫৯.৯৭ শতাংশ। ওড়িশা ও মহারাষ্ট্রেও ভোট শতাংশ ৬০-এর নীচে। ওড়িশায় ৫৮.১৮ শতাংশ ও মহারাষ্ট্রে ৫৬.৫৭ শতাংশ।

মমতার রাজ্য ভোটের হারেও টপে

মমতার রাজ্য ভোটের হারেও টপে

অথচ পশ্চিমবঙ্গ, ত্রিপুরা বা কেরালায় কিন্তু অনেক বেশি ভোট পড়েছে। পশ্চিমবঙ্গে ভোট পড়েছে সবথেকে বেশি ৭৯.৩৬ শতাংশ। ত্রিপুরায় ৭৮.৫২ শতাংশ আর কেরালায় ৭০.২১ শতাংশ। এছাড়া দাদরা নগর হাভেলি, গোয়ায় ৭০ শতাংশের উপরে ভোট পড়েছে।

মোদী রাজ্যে ভোট কম, উদ্বেগ

ভোট কম পড়েছে মোদী-রাজ্য গুজরাটেও। এখানে প্রদত্ত ভোটের হার ৬০.২১ শতাংশ। যোগী-রাজ্যের পর মোদী-রাজ্যেও এই প্রবণতা কিন্তু বিজেপির কপালে চিন্তার ভাঁজ বাড়িয়েছে। আর কর্ণাটক, যে রাজ্যে বিজেপি লোকসভায় ভালো ফল করবে বলে আশাবাদী, সেই রাজ্যেও ভোট পড়েছে ৬৪.১৪ শতাংশ।

জম্মু-কাশ্মীরে ভোটের হার নগন্য

আর সবথেকে উদ্বেগের যে জম্মু-কাশ্মীরে ভোট শতাংশের হার অতি নগন্য। সাড়ে পাঁচটা পর্যন্ত ভোট শতাংশের হার মাত্র ১২.৮৬ শতাংশ। নির্বাচন কমিশন যে এত কিছুর পরও ভোটারদের ভোটমুখী করতে ব্যর্থ, তা এই পরিসংখ্যানই বলে দিচ্ছে।

English summary
Vote percentage of third phase of Lok Sabha Election is excitement. Vote casting is very down in BJP’s state except Tripura. But West Bengal is very much high.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X