For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রতিশোধ নিতে চাইলে বিজেপিতে ভোট করুণ : মুজাফ্ফরনগরে অমিত শাহ

Google Oneindia Bengali News

amit shah,bjp,narendra modi,muzaffarnagar,lok sabha election 2014,অমিত শাহ,বিজেপি,নরেন্দ্র মোদী,মুজাফ্ফরনগর,লোকসভা নির্বাচন ২০১৪
নয়াদিল্লি, ৫ এপ্রিল : প্রতিশোধ নিতে চাইলে বিজেপিতে ভোট করুণ। মোদী ঘনিষ্ঠ অমিত শাহের এমন মন্তব্যে আবার বিতর্ক তৈরি হল। শুক্রবার দাঙ্গা বিধ্বস্ত মুজাফ্ফরনগরের কাছেই এক গ্রামে প্রচারে গিয়ে এই মন্তব্য করেন অমিত শাহ।

এদিন, মুজাফ্ফরনগরের গান্ধী কলোনির ফার্ম হাউজে তিন সম্প্রদায়ের নেতাদের সঙ্গে দেখা করেন অমিত শাহ। গুজ্জার, রাজপুত এবং দলিতদের নেতাদের সঙ্গে কথা বলে তাঁদেরকে রীতিমতো প্রতিশোধ নেওয়ার জন্য উস্কানি দিয়েছেন বলে অমিত শাহের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

এদিন বক্তব্য রাখতে উঠে তিনি বলেন, একজন মানুষ ঘুম বা খাদ্য ছাড়াও বাঁচতে পারে। তৃষ্ণার্ত-ক্ষুদার্ত থেকে একজন মানুষ বেঁচে থাকতে পারেন। কিন্তু যখন একজনকে অপমান করা হয়, তখন সে আর বেঁচে থাকতে পারে না। আমাদের অপমানের বদলা আমাদের নিতেই হবে। একইকথা বৃহস্পতিবারও মুজাফ্ফরনগর থেকে ৪০ কিলোমিটার দূরের রাজাহার গ্রামে গিয়েও বলেছিলেন অমিত শাহ।

অমিত শাহর বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করল কংগ্রেস

অমিত শাহ বলেছিলেন আরও বলেন, এই নির্বাচন হল সেই সরকারকে গদিচ্যুত করার জন্য যারা জাটেদের হত্যাকারীদের নিরাপত্তা ও ক্ষতিপূরণ দিয়েছেন। এমনকী অমিত শাহ আবেদন জানান, যদি প্রতিশোধ নিতে চাও তবে ভারতীয় জনতা পার্টিকে ভোট দাও।

যদিও শনিবার বিজেপি নেতৃত্বের তরফে অমিত শাহের 'অপমানের বদলা নেব' মন্তব্যের পরেও ড্যামেজ কন্ট্রোলে নামা হয়েছে। বিজেপি নেতৃত্বের কথায়, উত্তরপ্রদেশ সরকার এবং যারা মুজাফ্ফরনগরে ধর্মনিরপেক্ষ পর্যটনের জন্য পরিদর্শনে যাচ্ছেন তারা সকালেই মুজাফ্ফরনগরের দাঙ্গাপীড়িতদের অপমান করছেন।

বিজেপির মুখপাত্র মুখতার আব্বাস নাকভি জানিয়েছেন, উত্তরপ্রদেশের সরকার সেখানকার মানুষকে অপমান করেছে। যারা ধর্মনিরপেক্ষ পর্যটনের জন্য ওখানে গিয়েছেন তারাও ওখানকার মানুষকে অপমান করেছেন। পীড়িত হিন্দু না মুসলমান তা প্রশ্ন নয়। যারা এই দাঙ্গায় নিজেদের সব হারিয়েছেন তাদের দাওয়াই না দিয়ে ঘায়ের উপর নুন বোলাতেই যাচ্ছেন অনেকে। এর পরে ওঁরা বলেন, যারা শিবিরে রয়েছেন, তারা দাঙ্গাপীড়িত নয়। নির্দিষ্ট রাজনৈতিক দলের সমর্থক। এটা তাদের অপমান নয়? তাই ওরা যে অপমান সহ্য করেছেন তা ফিরিয়ে দেওয়া উচিত। আর তাই বলতে চেয়েছেন অমিত শাহ।

যদিও কংগ্রেস অমিত শাহের মন্তব্যের কড়া সমালোচনা করেছেন। ইতিমধ্যে নির্বাচন কমিশনের কাছে কংগ্রেসের তরফে অমিত শাহের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরি করার জন্যই অমিত শাহ এই ধরণের প্রতিহিংসাপরায়ণ মন্তব্য করেছেন বলে কংগ্রেসের তরফে অভিযোগ।

English summary
Vote for BJP if you want revenge: Amit Shah at Muzaffarnagar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X