For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৭–৮ গুণ ট্যারিফ বাড়াতে চলেছে ভোডাফোন–আইডিয়া

৭–৮ গুণ ট্যারিফ বাড়াতে চলেছে ভোডাফোন–আইডিয়া

Google Oneindia Bengali News

আপনি যদি ভোডাফোন–আইডিয়ার গ্রাহক হন তবে আপনার পকেটের টাকা বেশি খরচ হতে চলেছে। কারণ বাড়তে চলেছে মোবাইল ব্যবহারের খরচ। টেলিকম বাজারে টিকে থাকতে এবার ফোনের ট্যারিফ বাড়াতে চলেছে ভোডাফোন–আইডিয়া।

১ এপ্রিল থেকে চালু নতুন ট্যারিফ

১ এপ্রিল থেকে চালু নতুন ট্যারিফ

১ এপ্রিল থেকেই কার্যকর হচ্ছে ভোডাফোনের এর নতুন ট্যারিফ। প্রসঙ্গত, বর্তমানে টেলিকম দুনিয়ায় সব থেকে সঙ্কটজনক পরিস্থিতিতে রয়েছে ভোডাফোন এবং আইডিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে ভোডাফোন এবং আইডিয়াকে এজিআর পেমেন্ট হিসেবে কেন্দ্রীয় সরকারকে দিতে হবে মোট ৫০,০০০ কোটি টাকারও বেশি। এর পাশাপাশি সুপ্রিম কোর্টের নির্দেশ দিয়েছে যে অবিলম্বে কেন্দ্রীয় সরকারকে যদি এই টাকা না দেওয়া হয় তাহলে তাদের উপর করা আইনি পদক্ষেপ নেওয়া হবে। আর তাই এখন এই দুই সংস্থা কাছে টাকা জোগাড় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে বর্তমানে টেলিকম দুনিয়ায় টিকে থাকার জন্য। তাই কেন্দ্রের ঋণ মেটাতে এবং ব্যবসায় নিজেদের টিকিয়ে রাখতে গ্রাহকদের ওপরই কোপ দিতে চলেছে এই দুই টেলিকম সংস্থা।

ইন্টারনেট ব্যবহারে বাড়ছে খরচ

ইন্টারনেট ব্যবহারে বাড়ছে খরচ

সম্প্রতি ভোডাফোন ও আইডিয়া সরকারের কাছে কিছু দাবি রেখেছে। যদি সরকার তাদের সেই দাবি মেনে নেয় তবে টেলকম গ্রাহকদের কাছে অখুশির খবর নিয়ে আসবে। সরকারের কাছে তাদের দাবি, এবার থেকে মোবাইল ডেটা ব্যবহার করতে অন্তত ৩৫ টাকা করার দাবি করেছে সংস্থা। যা বর্তমানের দাম থেকে ৭-৮ গুণ বেশি। এই মুহূর্তে প্রতি জিবি ডেটার জন্য গ্রাহকরা খরচ করেন ৪-৫ টাকা । আর ১ এপ্রিল থেকে বন্ধ হয়ে যাবে আনলিমিটেড ভয়েস কল, এবার ৬ পয়সা প্রতি মিনিট করে গুণতে হবে গ্রাহকদের। এখন গ্রাহকরা যদি ভোডাফোন নম্বর চালু রাখতে চান তাহলে প্রতি মাসে খরচ করতে হবে ৫০ টাকা। ৩ মাসে আগেই মোবাইল পরিষেবার ট্যারিফ ৫০ শতাংশ পর্যন্ত বাড়িয়ে ছিল ভোডাফোন।

দাবি পূরণের জন্য সরকারকে চাপ দুই সংস্থার

দাবি পূরণের জন্য সরকারকে চাপ দুই সংস্থার

জানা গিয়েছে বকেয়া মেটানোর জন্য ১৮ বছররের সময়সীমা চাওয়া হয়েছে৷ একই সঙ্গে দাবি করা হয়েছে বকেয়া মেটানোর সঙ্গে সঙ্গে জরিমানাও ৩ বছরের জন্য চাড় দেওয়া দরকার৷ সূত্রের খবর, এই দুই টেলিকম সংস্থা নিজেরা তো বিপদে পড়েই রয়েছে উপরন্তু সরকারের সমস্যাও বাড়াচ্ছে এ ধরেনর দাবি করে, যা এই মুহূর্তে সরকারের পক্ষে সম্ভব নয় তা পূরণ করা। ইতিমধ্যে কেন্দ্রকে ৩,৫০০ কোটি টাকা জমা দিয়েছে, কিন্তু এখনও ৫৩,০০০ কোটি টাকা দেওয়া বাকি রয়েছে, তাই এই পদক্ষেপ নিয়েছে ভোডাফোন।

English summary
According to official sources, Vodafone Idea has sought 15 years worth of time to clear their pending dues including a three-year temporary prohibition period on them paying any interest and penalty.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X