For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‌প্রতি জিবি ৩৫ টাকা ও কল রেট ৬ পয়সা করার দাবি ভোডাফোন–আইডিয়ার

‌প্রতি জিবি ৩৫ টাকা ও কল রেট ৬ পয়সা করার দাবি ভোডাফোন–আইডিয়ার

Google Oneindia Bengali News

বর্তমানে টেলিকম দুনিয়ায় সব থেকে সঙ্কটজনক পরিস্থিতিতে রয়েছে ভোডাফোন এবং আইডিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে ভোডাফোন এবং আইডিয়াকে এজিআর পেমেন্ট হিসেবে কেন্দ্রীয় সরকারকে দিতে হবে মোট ৫০,০০০ কোটি টাকারও বেশি। এর পাশাপাশি সুপ্রিম কোর্টের নির্দেশ দিয়েছে যে অবিলম্বে কেন্দ্রীয় সরকারকে যদি এই টাকা না দেওয়া হয় তাহলে তাদের উপর করা আইনি পদক্ষেপ নেওয়া হবে। আর তাই এখন এই দুই সংস্থা কাছে টাকা জোগাড় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে বর্তমানে টেলিকম দুনিয়ায় টিকে থাকার জন্য। তাই কেন্দ্রের ঋণ মেটাতে এবং ব্যবসায় নিজেদের টিকিয়ে রাখতে গ্রাহকদের ওপরই কোপ দিতে চলেছে এই দুই টেলিকম সংস্থা।

ভোডাফোন–আইডিয়ার দাবি সরকারের কাছে

ভোডাফোন–আইডিয়ার দাবি সরকারের কাছে

ভোডাফোন আইডিয়া সরকারের কাছে দাবি করেছে যে মোবাইল ডাটার জন্য জিবি প্রতি ৩৫ টাকা করে শুল্ক নির্ধারণ করা হবে, যা বর্তমান মূল্যের চেয়ে প্রায় ৭-৮ গুণ বেশি এবং এ বছরের এপ্রিল থেকে মাসিক চার্জ সহ প্রতি মিনিটে ৬ পয়সা করে কলের জন্য কাটা হবে। সূত্রের খবর, এই দুই সংস্থাকে বকেয়া টাকা মেটানোর জন্য সুদ এবং জরিমানা প্রদানের ক্ষেত্রে তিন বছরের মেয়াদ সহ ১৮ বছর সময় দেওয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি আধিকারিক বলেন, ‘‌নিজেদের বাঁচার জন্য ভোডাফোন-আইডিয়া সরকারের কাছে বেশ কিছু দাবি করেছে। সংস্থাটি চায় যে এপ্রিল, ২০২০ থেকে ন্যূনতম দামের জিবি প্রতি ৩৫ টাকা এবং ন্যূনতম মাসিক সংযোগ চার্জ ৫০ টাকা নির্ধারণ করা উচিত। এগুলি কঠোর দাবি যা সরকারকে পূরণ করতে সমস্যা দেখা দিতে পারে।'‌ বর্তমানে মোবাইল ইন্টারনেটে প্রতি জিবি চার থেকে পাঁচ টাকা করে রয়েছে।

কল রেট বাড়ানোর দাবি দুই সংস্থার

কল রেট বাড়ানোর দাবি দুই সংস্থার

সূত্রের খবর, ভোডা-আইডিয়া চায় যে আউটগোয়িং কলের ক্ষেত্রে প্রতি মিনিটের জন্য কমপক্ষে ৬ পয়সা করে মূল্য নির্ধারণ করা হোক। ভোডাফোন আইডিয়া থেকে কল এবং ইন্টারনেটের হার বাড়ানোর দাবিটি তিন মাসের মধ্যে সংস্থাগুলির দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে। এই দুই সংস্থার মতে মোবাইল কল চার্জ ও ডেটার হার বাড়ানো এটি দুই সংস্থাকেই পৃথকভাবে রাজস্ব আদায় করতে সহায়তা করবে। যদিও গোটা বিষয়টি নিয়ে ভোডা বা আইডিয়ার কোনও মুখপাত্রই মুখ খুলতে রাজি হয়নি।

বকেয়া তালিকায় অনেকেই

বকেয়া তালিকায় অনেকেই

বকেয়া রাখার তালিকায় ভোডাফোন-আইডিয়া একা নয়। ভারতী এয়ারটেল, টাটা টেলিসার্ভিসেস-সহ দেশের বিভিন্ন টেলিকম সংস্থাগুলিকে অ্যাডজাস্টেড গ্রস রেভিনিউ (এজিআর) হিসাবে ১ লক্ষ ৪৭ হাজার কোটি টাকা বকেয়া মেটানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এর মধ্যে আবার লাইসেন্স ফি বাবদ ৯২ হাজার ৬৪২ কোটি টাকা এবং স্পেকট্রাম ফি বাবদ ৫৫ হাজার ৫৪ কোটি টাকা। শীর্ষ আদালতের নির্দেশ, আগামী ১৭ মার্চ, পরর্বতী শুনানির আগেই টেলিকম দফতরের কাছে সেই বকেয়া মিটিয়ে দিতে হবে বিভিন্ন টেলিকম সংস্থাকে। এই নির্দেশ না মানলে সংস্থাগুলির ম্যানেজিং ডিরেক্টর-সহ শীর্ষ কর্তাদের পরবর্তী শুনানিতে আদালতে হাজিরা দিতে হবে।

English summary
There are number of demands that Vodafone Idea has put across the government for its survival. The company wants minimum price of data should be fixed at Rs 35 per gigabyte and minimum monthly connection charge at Rs 50 from April 1, 2020
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X