For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জিওকে টেক্কা দিতে ভোডাভোনে প্রতি জিবি ডেটা মিলবে ২৫ টাকায়!

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর : ভারতের দ্বিতীয় বৃহত্তম টেলিকম অপারেটর ভোডাফোন এবার শামিল হল রিলায়েন্স জিও-র বিরুদ্ধে প্রতিযোগিতায়। ভোডাফোনের ৪জি গ্রাহকেরা এখন ১জিবি ডেটার দামেই ১০ জিবি ডেটা খরচ করতে পারবেন বলে সংস্থার তরফে জানানো হয়েছে। [রিলায়েন্স জিও-কে টক্কর দিতে আরও সস্তার প্যাকেজ আনছে বিএসএনএল]

অর্থাৎ প্রতি জিবি ডেটার খরচ পড়বে মাত্র ২৫ টাকা। গত সপ্তাহেই এয়ারটেলের তরফে তিন মাসের জন্য ৩০ জিবি ডেটা মাত্র ১৪৯৫ টাকায় দেওয়ার ঘোষণা হয়েছিল। অর্থাৎ ৫০ টাকা প্রতি ডিবি হারে। এবার ভোডাফোনও বাজার ধরতে সেই দামকে একলাফে অর্ধেক করে দিল। [রিলায়েন্স জিও থেকে কী কী সুবিধা পাবেন জেনে নিন একনজরে]

জিওকে টেক্কা দিতে ভোডাভোনে প্রতি জিবি ডেটা মিলবে ২৫ টাকায়!

তবে এটা সমস্ত গ্রাহকদের জন্য নয়। ভোডাফোনের ৪জি গ্রাহকেরাই এই সুবিধা পাবেন। এবং এক্ষেত্রে ৪জি হ্যান্ডসেট থাকতে হবে। তাহলেই ১ জিবির দাম অর্থাৎ মাত্র ২৫০ টাকায় ১০ জিবি ডেটা মিলবে। ['রিলায়েন্স জিও' : কীভাবে সিম পাবেন, প্ল্যান বাছবেন, জেনে নিন]

জানা গিয়েছে, যে সব অংশে ভোডাফোনের নিজস্ব ৩জি ও ৪জি পরিষেবা রয়েছে, সেখানকার গ্রাহকরা এই সুযোগ পাবেন। ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রিপেড ও পোস্ট পেড দু'জায়গাতেই মিলবে এই সুবিধা। দিল্লি, মুম্বই ও কলকাতা সার্কেলে ৪জি হ্যান্ডসেট ব্যবহারকারীরা ১ জিবির খরচে ১০জিবি ডেটা ব্যবহার করতে পারবেন।

English summary
Vodafone cuts 4G data price to Rs 25 per GB to combat Reliance Jio
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X