For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইমরান খানের মন্ত্রীর সাজিয়ে দেওয়া কফিনেই পাকিস্তানকে বন্দি করার নিদান ভিকে সিংয়ের

Google Oneindia Bengali News

পাকিস্তানের কফিনে পেড়েক পুঁতেছেন সেদেশেরই মন্ত্রী ফাওয়াদ চৌধুরী। সেদেশের সংসদে দাঁড়িয়ে পুলওয়ামা হামলায় পাকিস্তান সরকারের যোগ স্বীকার করেন ইমরান খানের মন্ত্রী ফাওয়াদ চৌধুরী। এবার সেই স্বীকারোক্তিকে কাজে লাগিয়েই পাকিস্তানকে ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের কালো তালিকায় পাঠানোর দাবি তুললেন কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রাক্তন সেনা প্রধান ভিকে সিং।

ভিকে সিংয়ের দাবি

ভিকে সিংয়ের দাবি

এই বিষয়ে ভিকে সিং বলেন, 'আমি ফাওয়াদকে ধন্যবাদ জানাতে চাই পুলওয়ামা হামলা সংক্রান্ত এই সত্যি কথাটা স্বীকার করে নেওয়ার জন্য। আমরা প্রথম থেকেই বলে এসেছি যে এই হামলার প্রেক্ষিতে জোগাড় করা সব প্রমাণই পাকিস্তানের দিকে আঙুল দেখাচ্ছে। তাই ভারত সরকার পাকিস্তানে লুকিয়ে থাকা জঙ্গিদের বিরুদ্ধে পদক্ষেপও নিয়েছিল। আমার মনে হয় এই স্বীকারোক্তিকে প্রমাণ হিসাবে গণ্য করেই পাকিস্তানকে এফএটিএফ-এর কালো তালিকায় পাঠানো উচিত।'

ধূসর তালিকাতেই রাখা হয়েছে পাকিস্তানকে

ধূসর তালিকাতেই রাখা হয়েছে পাকিস্তানকে

ফিন্যানশিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের চোখ রাঙানিতেও যে শোধরানোর কোনও ইঙ্গিত পাকিস্তান দেয়নি, তা এক প্রকার স্পষ্ট। কাশ্মীরে বিচ্ছিনতাবাদী জঙ্গিদের সাহায্য করা ছাড়াও তালিবানদের সঙ্গে সংযোগ স্থাপন করেছে পাক সেনা। এই আবহেই এফএটিএফ-র তরফে তালিকা প্রকাশ করে জানিয়ে দেওয়া হয় যে পাকিস্তানকে ধূসর তালিকাতেই রাখা হবে ২০২১ সালের ফেব্রুয়ারি পর্যন্ত।

২০১৯-এর ১৪ ফেব্রুয়ারি, ভারতের ইতিহাসে একটি অন্ধকার দিন

২০১৯-এর ১৪ ফেব্রুয়ারি, ভারতের ইতিহাসে একটি অন্ধকার দিন

উল্লেখ্য, ২০১৯-এর ১৪ ফেব্রুয়ারি ভারতের ইতিহাসে একটি অন্ধকার দিন। ভালোবাসার দিনে রক্তে লাল হয়েছিল কাশ্মীর উপত্যকা। বিস্ফোরণে শহিদ হয়েছিলেন ৪০ জন ভারতীয় জওয়ান। তাঁদের মৃত্যুতে ক্ষোভ ছড়িয়েছিল দেশে। পুলওয়ামা হামলার চার্জশিট ইতিমধ্যেই কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। তারই মধ্যে আজ এ'কথা বললেন ফাওয়াদ। সেসময়েই এমন মন্তব্য করেন পাকিস্তানের ওই মন্ত্রী।

'আমরা ভারতকে ঘরে ঢুকে মেরেছি'

'আমরা ভারতকে ঘরে ঢুকে মেরেছি'

পাকিস্তানের মন্ত্রী ফাওয়াদ চৌধুরী পাকিস্তানের সংসদে ২০১৯-এর পুলওয়ামা হামলার বিষয়ে মন্তব্য করেন। সেদেশে সরকার বিরোধী জোটকে জবাব দিতে গিয়ে তিনি বলেন, 'আমরা ভারতকে ঘরে ঢুকে মেরেছি। পুলওয়ামায় আমাদের সাফল্য, ইমরান খানের নেতৃত্বে মানুষের সাফল্য সমান। আপনি এবং আমরা প্রত্যেকে এই সাফল্যের অংশীদার।'

উত্তাল পাকিস্তানের রাজনীতি

উত্তাল পাকিস্তানের রাজনীতি

পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি এবং সেনা প্রধানের সঙ্গে বিতর্ক হয় বিরোধী নেতা আয়াজ সাদিকের। নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত এবং পাকিস্তানের যুদ্ধবিমান নিয়ে ডগ ফাইট এবং ভারতীয় বায়ুসেনা ফাইটার পাইলট অভিন্দন বর্তমানকে ছেড়ে দেওয়ার ইস্যুতে চলছিল বিতর্ক। সেসময়েই পাকিস্তানের সংসদে পুলওয়ামার বিষয়ে মন্তব্য করতে গিয়ে একথা বললেন পাকিস্তানের মন্ত্রী ফাওয়াদ চৌধুরী।

পাকিস্তান কালো তালিকাভুক্ত হলে কী হবে?

পাকিস্তান কালো তালিকাভুক্ত হলে কী হবে?

পাকিস্তানকে কালো তালিকাভুক্ত করার জন্য চাপ দেওয়া সত্ত্বেও ভারতের আমলা এবং কূটনৈতিক স্তরের অনেকেই চান না যে পাকিস্তানকে কালো তালিকায় রাখা হোক। তাঁদের মত, পাকিস্তানকে ধূসর তালিকায় রাখাই ভালো৷ কারণ, তাতে সন্ত্রাসে আর্থিক মদত বন্ধ করার বিষয়ে তাদের উপর চাপ বরাবর বজায় রাখা সম্ভব হবে৷ ওই আধিকারিক জানান, একবার পাকিস্তান কালো তালিকাভুক্ত হয়ে গেলে, তারা হাতের বাইরে চলে যাবে৷

<strong>কাশ্মীরে শক্তি বৃদ্ধির জেরেই কি হামলা বিজেপি কর্মীদের উপর? কড়া ভাষায় হুঁশিয়ারি নাড্ডার</strong>কাশ্মীরে শক্তি বৃদ্ধির জেরেই কি হামলা বিজেপি কর্মীদের উপর? কড়া ভাষায় হুঁশিয়ারি নাড্ডার

English summary
VK Singh demands for Pakistan to be put in FATF Black list after Fawad Khan's statement on Pulwama
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X