For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

একুশের ভোটের আগে তামিলনাড়ুতে ঝড় তুলে রাজনীতি ছাড়লেন ভিকে শশীকলা

vk shasikala, tamilnadu. tamilnadu assembly election 2021, ভিকে শশীকলা, তামিলনাড়ু, তামিলনাড়ু বিধানসভা নির্বাচন ২০২১

  • |
Google Oneindia Bengali News

শেষমেশ রাজনীতি থেকে অবসরের ঘোষণা করে দিলেন ভিকে শশীকলা। তামিল রাজনীতিতে একুশের ভোটের আগে ঝড় তুলে এই অবসরের ঘোষণা নিয়ে তোলপাড় তামিলরাজ্য। প্রসঙ্গত তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রী তথা এআইএডিএমকে নেত্রী জয়ললিতার ঘনিষ্ঠ বান্ধবী শশীকলাকে ঘিরে দলের মধ্যে একাধিক আক্রোশ তৈরি হয়েছিল। এরপর একুশের ভোটের আগে তাঁকে নিয়ে বহু জল্পনার সঞ্চার হয়। সেই জল্পনার মাঝেই এদিন রাজনীতি থেকেই অবসরের ঘোষণা করেন শশীকলা।

একুশের ভোটের আগে তামিলবনাড়ুতে ঝড় তুলে রাজনীতি ছাড়ছেন ভিকে শশীকলা

এককালে এআইএডিএমকে প্রধান পদে থাকা এবং পরবর্তীকালে দল থেকে ছাঁটাই হওয়া শশীকলা কয়েকদিন আগেই জেল থেকে মুক্তি পেয়েছেন। তারপর থেকেই গুঞ্জন চড়ছিল শশীকলাকে নিয়ে। প্রশ্ন ওঠে , তাহলে কি পুরনো মসনদ ফিরে পেতে মরিয়া চেষ্টা চালাবেন শশীকলা?এই সমস্ত গুঞ্জনের মাঝেই এল শশীকলার রাজনীতি থেকে অবসরের বার্তা।

নিজের ইস্তফাপত্রে শশীকলা লিখেছেন,'আমি কখনওই ক্ষমতার পিছনে দৌড়াইনি। এমনকি পজিশনের জন্যও দৌড়ইনি এমনকি যখন জয়া (জয়ললিতা) জীবিত ছিলেন। ওঁর মৃত্যুর পরও তা করব না। আমি রাজনীতি ছাড়ছি। আমি প্রার্থনা করব যে ওঁর (জয়ললিতার) পার্টি জিতবে। ওঁর লিগাসি এগিয়ে যাবে।'

এআইএডিএমকে সদস্যের প্রতি শশীকলা বক্তব্য রেখে বলেন, ' আমি চাইব সমস্ত এআইএডিএমকে একসঙ্গে হয়ে লড়াই করুক। আর ডিএমকেকে হারাক।' প্রসঙ্গত ৬৬ বছরের শশীকলা দুর্নীতির দায়ে ৪ বছরের কারাদণ্ডে ছিলেন। এরপর জেল থেকে মুক্তির পর তিনি তাঁর পুরনো পদ এআইএডিএমকের প্রধান হিসাবে ক্ষমতায় আসতে চান। শুরু হয় আইনি লড়াই। এরমাঝেই রাজনীতি থেকে অবসরের ঘোষণা করেন তিনি।

English summary
VK Sasikala quits politics ahead of Tamil Nadu polls
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X