For Quick Alerts
For Daily Alerts
মাদক কাণ্ডে বিবেকের শ্যালককে খুঁজতে অভিনেতার বাড়িতে তল্লাশি! ক্রমেই ফাঁস শক্ত করছে কন্নড় পুলিশ
সুশান্ত কাণ্ডে মুম্বই মাদক মামলার সঙ্গেই একই সময়ে কার্যত কর্ণাটকে হাইপ্রোফাইল স্যান্ডেলউড মাদককাণ্ডের খোঁজ মেলে। সেই মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী জীবরাজ আলভার ছেলে আদিত্য আলভাকে খুঁজে বেঙ্গালুরু পুলিশ। প্রসঙ্গত, এই আদিত্য অভিনেতা বিবেক ওবেরয়ের শ্যালক।

জানা গিয়েছে টানা আড়াই ঘণ্টা ধরে বিবেকের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছে পুলিশ। কর্ণাটকের মাদক কাণ্ডে প্রাক্তন মন্ত্রীর ছেলে আদিত্য আলভাকে বহুদিন ধরে খুঁজছে বেঙ্গালুরু পুলিশ। এদিন বেঙ্গালুরুর সিসিবি দল আদালতের ওয়ারেন্ট নিয়েই অভিনেতার বাড়িতে গিয়েছিল।
সূত্রের খবক, বিবেককে বেঙ্গালুরুর পুলিশ আলভার প্রসঙ্গে জিজ্ঞাসাবাদ করে। আলভা এখন কোথায় রয়েছেন। বা আলবার সঙ্গে বিবেকের কোনও কথা হয়েছে কি না, তা নিয়ে বিবেককে প্রশ্ন করেন বেঙ্গালুরুর পুুলিশ কর্তারা।