For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তারুণ্যের কাছে হারল অভিজ্ঞতা, আনন্দকে হারিয়ে নতুন দাবা সম্রাট কার্লসেন

Google Oneindia Bengali News

তারুণ্যের কাছে হারল অভিজ্ঞতা, আনন্দকে হারিয়ে নতুন দাবা সম্রাট কার্লসেন
কলকাতা, ২৩ নভেম্বর : দাবা দুনিয়ার একচেটিয়া রাজত্ব করেছেন। আর ধরে রাখতে পারলেন না। গদিচ্যূত হলেন দাবার ভারতীয় গ্র্যান্ড মাস্টার বিশ্বনাথন আনন্দ।

নরওয়ের ম্যাগনাস কার্লসেনের কাছে পরাজিত হলেন পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন আনন্দ। বিশ্ব চ্যাম্পিয়নশিপের দশ নম্বর গেম ড্র হতেই দাবা দুনিয়ার নতুন সম্রাট ঘোযিত হলেন কার্লসেন।

বিশ্ব দাবার খেতাবি লড়াইয়ে বৃহস্পতিবারই কার্যত শেষ হয়ে গিয়েছিল আনন্দের চ্যালেঞ্জ। চ্যালেঞ্জার কার্লসনের কাছে নবম গেমে হেরে গিয়েছিলেন আনন্দ। এর পর দশম গেমেও জিত হাসিল করতে পারেননি তিনি। গেমটি ড্র হয়ে গিয়েছিল।

৬.৫-৩.৫ অর্থাৎ একটাও ম্যাচ এদিন জিততে পারেননি আনন্দ। ২২ বছরের কার্লসেনের কাছে হার স্বীকার করতে হয়েছে ৪৩ বছরের ভারতীয় দাবা সম্রাটকে।

আনন্দকে সরিয়ে যে সেই সিংহাসনে অন্য রাজা বসতে চলেছেন তার আভাস কিন্তু মিলেছিল আগেই। ২০০৮ সালেই সাড়ে ১৩ বছর বয়সেই গ্রান্ড মাস্টার হয়েছিলেন বিস্ময় বালক কার্লসেন। ১৯ বছরে বিশ্বের এক নম্বর দাবাড়ু আর ২২-এ যে বিশ্ব খেতাব জিতবেন এতে চমকের কিছু আছে কী?

English summary
Viswanathan Anand era ends as Magnus Carlsen is new king of chess
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X