ভিসা ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা করলেন তসলিমা নাসরিন

শনিবার প্রায় ২০ মিনিট ধরে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক চলে তসলিমার। সরকারি আধিকারিকসূত্রে জানানো হয়েছে, তসলিমা স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন, যাতে তাঁকে বেশি সময়ের জন্য ভারতে থাকতে দেওয়া হয়।
৫১ বছরের এই লেখিকা জানিয়েছিলেন, ২০০৪ সাল থেকে 'রেসিডেন্ট পারমিট' পেয়ে আসছেন তিনি। কিন্তু ১ বছর পর তা পুনর্নবীকরণ করাতে হত। এবছর, ফের তিনি স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে 'রেসিডেন্ট পারমিট' পুনর্নবীকরণের আবেদন জানান, কিন্তু ১ অগস্ট তাঁকে ২ মাসের পর্যটক ভিসার অনুমতি দেয় কেন্দ্র।
<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>Indian govt has canceled my resident permit that I started getting since 2004.Issued a temp tourist visa for 2 months.Beyond my imagination</p>— taslima nasreen (@taslimanasreen) <a href="https://twitter.com/taslimanasreen/statuses/494772467794079744">July 31, 2014</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>এদিন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে সাক্ষাতের পর তসলিমা টুইট করে জানিয়েছেন, "আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দুপুরে দেখা করেছি। আমার লেখা বই 'ওহ অন্ধেরি দিন' তাঁকে উপহার দিয়েছি। উনি বলেছেন, আপনার অন্ধকারময় দিন শেষ হয়ে যাবে। "
<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>I met Honorable Home Minister Rajnath Singhji this afternoon.Gave him my book 'Wo Andhere Din'.He said,'Aapka Andhere Din Khatam Ho Jayega'</p>— taslima nasreen (@taslimanasreen) <a href="https://twitter.com/taslimanasreen/statuses/495483252199550976">August 2, 2014</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে, নারসিরেনর ভিসা যাচাইয়ের প্রক্রিয়া সরকার শুরু করেছে। কিন্তু ভিসার মেয়ার ২ মাস থেকে বাড়িয়ে দীর্ঘ করা হবে কি না তা সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত ভিসার প্রক্রিয়া আটকে রয়েছে।