For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা ভাইরাস আতঙ্কে চিনের হুবেই থেকে সরানো হচ্ছে ভারতীয়দের, জানালো বিদেশ মন্ত্রক

করোনা ভাইরাস আতঙ্কে চিনের হুবেই থেকে সরানো হচ্ছে ভারতীয়দের, জানালো বিদেশ মন্ত্রক

  • |
Google Oneindia Bengali News

ইতিমধ্যেই করোনা ভাইরাস আতঙ্কের জেরে চিনের প্রবাসী ভারতীয়দের জন্য সতর্কবার্তা জারি করেছে সরকার। সূত্রের খবর, ইতিমধ্যেই চিনে আটকে থাকা ভারতীয় নাগরিকদের পাসপোর্টের তথ্য চেয়ে পাঠিয়েছে বেজিংয়ের ভারতীয় দূতাবাস।

করোনা ভাইরাস আতঙ্কে চিনের হুবেই থেকে সরানো হচ্ছে ভারতীয়দের, জানালো বিদেশ মন্ত্রক

এখনও পর্যন্ত এই ভাইরাসের আক্রমণে এখনও পর্যন্ত সেদেশে ১০৬ জনের মৃত্যু হয়েছে বলেও জানা যাচ্ছে। তাছাড়া দেশজুড়ে প্রায় ৪৫০ মানুষকে পর্যবেক্ষণে রাখা হচ্ছে। এমতাবস্থায় এবার চিনের হুবেই প্রদেশ থেকেও প্রবাসী ভারতীয়দের সরানো হচ্ছে বলে জানা যাচ্ছে। মঙ্গলবার এমনটাই জানিয়েছে বিদেশমন্ত্রক।

বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার এই প্রসঙ্গে বলেন, এই প্রসঙ্গে ইতিমধ্যেই বেইজিংয়ের ভারতীয় দূতাবাস, চিনা সরকারের সঙ্গে কথা বলছে ভারত। একটি টুইট বার্তায় তিনি লেখেন, “আমরা চীনের হুবেই প্রদেশে এনকোরোনা -২০১৯ ভাইরাসের প্রাদুর্ভাবের ছড়িয়ে পড়ায় ভারতীয় নাগরিকদের সরিয়ে নেওয়ার প্রস্তুতি প্রক্রিয়া শুরু করেছি। আমাদের দূতাবাসের আধিকারিকরা এই বিষয়ে সমস্ত তথ্য সরবরাহ করছে। একই সঙ্গে চিন প্রশাসনের সঙ্গেও তারা কথাবার্তা চালাচ্ছে। আমরাও প্রয়োজনে কর্তৃপক্ষ এবং প্রবাসী ভারতীয় নাগরিকদের সঙ্গে কথা বলছি এবং একই সাথে এই বিষয়ে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করতে থাকবো।”

এদিকে ১০৬ জনের পাশাপাশি এদিন নতুন করে আরও ১৩০০ ভাইরাস আক্রান্তের খোঁজ পাওয়া গেছে। হুবেই প্রদেশের উহান এবং আরও ১৭ টি শহরেই মূলত এই ভাইরাসের আক্রমণ সর্বাত্মক চেহারা নেয় বলে জানা যাচ্ছে। এই শহর গুলিতেই সর্বাধিক মৃত্যু ঘটনা ঘটে।

পাশাপাশি এদিকে এই পরিস্থিতিতেই চিনের উহান শহরে ২৫০ ভারতীয় ছাত্র আটকে রয়েছে বলেও জানা যাচ্ছে। ভাইরাসের সংক্রমণ আটকাতে আপাতত তারা সকলেই উহান লকডাউনে রয়েছে। তাই দেশে ফিরতে পারছে না এই পড়ুয়ারা।

সোমবার, মন্ত্রী পরিষদের সচিব রাজীব গৌবার সভাপতিত্বে একটি বিশেষ বৈঠকের পরই গোটা পরিস্থিতির গুরুত্ব পর্যালোচনা করে বর্তমানে চিনের হুবেই ও উহান প্রদেশে থেকে এই বিশাল সংখ্যক প্রবাসী ভারতীদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার।

English summary
Indians to be expelled from China's Hubei because of corona virus, foreign ministry says
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X