For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির প্রার্থী হবেন বীরেন্দ্র সেওয়াগ! ২০১৯ লোকসভা নির্বাচনের আগে জল্পনা তুঙ্গে

বলিউডি তারকা থেকে স্টার ক্রিকেটার- লোকসভার প্রাক্কালে রাজনীতির ময়দানে ভাসছে নতুন হরেক নাম। জল্পনা বাড়ছে তাদের নিয়ে, তাঁদের মধ্যে কাউকে প্রার্থী করা হতে পারে, কাউকে প্রচারের মুখ করা হতে পারে।

  • |
Google Oneindia Bengali News

বলিউডি তারকা থেকে স্টার ক্রিকেটার- লোকসভার প্রাক্কালে রাজনীতির ময়দানে ভাসছে নতুন হরেক নাম। জল্পনা বাড়ছে তাদের নিয়ে, তাঁদের মধ্যে কাউকে প্রার্থী করা হতে পারে, কাউকে প্রচারের মুখ করা হতে পারে। মোট কথা, বিজেপি থেকে কংগ্রেস, কোনও দলই পিছিয়ে নেই এই প্রবণতায়। এবার বিজেপির অন্দরে ভাসছে 'বিরাট' নাম।

২২ গজ থেকে রাজনীতি ময়দানে!

২২ গজ থেকে রাজনীতি ময়দানে!

ব্যাট হাতে ২২ গজ শাসন করেছেন তিনি। মারকাটারি ব্যাটসম্যান হিসেবে তিনি বিশ্ব ক্রিকেটে অতি পরিচিত মুখ ছিলেন। এহেন বীরেন্দ্র সেওয়াগ এবার নতুন ইনিংস শুরু করতে পারেন রাজনীতির ময়দানে। বিজেপির টিকিটে তিনি প্রার্থী হতে পারেন বলে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে।

জাঠ ভোটের লক্ষ্যে তাস বীরু

জাঠ ভোটের লক্ষ্যে তাস বীরু

বিজেপি জাঠ-ভোট কব্জা করতে বীরেন্দ্র সেওয়াগকে রাজনীতির ময়দানে নামাতে পারেন বলে মনে করছে রাজনৈতিক মহল। হরিয়ানা থেকে তাঁকে প্রার্থী করা হতে পারে। হরিয়ানার রোহতাক আসন প্রবল মোদী ঝড়েও কংগ্রেসের দখলে রয়ে গিয়েছে। এই আসনে কংগ্রেসকে হারাতে বীরেন্দ্র সেওয়াগের মতো জনপ্রিয় মুখকে সামনে আনতে চাইছে বিজেপি।

বিজেপির নীতির সমর্থন বীরু!

বিজেপির নীতির সমর্থন বীরু!

বিজেপির একাংশের দাবি, বীরেন্দ্র সেওয়াগ নিজে বিজেপি নীতির সমর্থক। বহুবার তিনি প্রকাশ্যে এমন মত জাহির করেছেন। তাঁকে বিজেপির তরফে প্রস্তাব দেওয়া হয়ে বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে। তবে এ ব্যাপারে বীরেন্দ্র সেওয়াগের কোনও মত জানা যায়নি। তিনি এ ব্যাপারে সম্মত কি না, তাও স্পষ্ট হয়নি।

গাম্ভীর-কপিলকে নিয়েও জল্পনা

গাম্ভীর-কপিলকে নিয়েও জল্পনা

এর আগে আর এক বিখ্যাত ক্রিকেটার গৌতম গাম্ভীরকে নিয়েও রটনা হয়। তাঁকে বিজেপি প্রার্থী করতে ইচ্ছুক দিল্লি থেকে, খবর রটে যায়। যদিও গৌতম গাম্ভীর সেই খবর সমূলে উৎপাট করেছেন। কপিল দেবকে নিয়েও জল্পনা তৈরি হয়েছিল। তিনিও বিজেপি প্রার্থী হতে পারেন বলে রাজনৈতিকমহলে ভাসছিল খবর।

English summary
Virendra Sehwag can be candidate of BJP in 2019 Lok Sabha Election. The proposal of BJP is given former cricketer to capture jath vote,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X