For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিরাটের ভোট চান যোগী! নির্বাচনের আগে ভোটার লিস্টে তাজ্জব কাণ্ড গোবলয়ে

গোরক্ষপুর লোকসভা উপ নির্বাচনে ভোটার লিস্টে নাম এল বিরাট কোহলি-র

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

বিরাট কোহলি কোথাকার ছেলে বলে আপনি জানেন। উত্তরটা নিশ্চয় দিল্লি বলবেন। কিন্তু সাম্প্রতিক ভোটার লিস্টের যে অন্যকথা বলছে।

বিরাটের ভোট চান যোগী! নির্বাচনের আগে ভোটার লিস্টে তাজ্জব কাণ্ড গোবলয়ে

দিল্লির ছেলেকে নিজের রাজ্যের করে নিয়েছে যোগী রাজ্য। গোরক্ষপুরের লোকসভা কেন্দ্রের ভোটার স্লিপে এসেছে বিরাট কোহলির নাম। দিল্লির ছেলে হওয়া সত্বেও সহজওয়ানয়া অ্যাসেম্বলি সেগমেন্টে তাঁর ভোটার নম্বর ৮২২। গোরক্ষপুরের লোকসভা বাইপোলের নির্ধারিত তারিখ ১১।

এই মারাত্মক গন্ডগোলের খবর চোখে আঙুল দিয়ে তুলে এনেছেন সুনীতা চৌবে একজন বুথ লেভেল আধিকারিক। ভোটার লিস্টে তার নম্বর আরএইচবি২২৩১৮০১। ভোটার সিরিয়াল নম্বর ৮২২।

সাব ডিভিশানাল ম্যাজিসট্রেট পঙ্কজ শ্রীবাস্তব এই বিষয়ে পূর্ণ তদন্তের নির্দেশ দিয়েছেন। কী করে এতবড় গন্ডগোল হল তা খতিয়ে দেখছে তারা।

বিরাটের ভোট চান যোগী! নির্বাচনের আগে ভোটার লিস্টে তাজ্জব কাণ্ড গোবলয়ে

এইমহূর্তে ত্রিদেশীয় সিরিজ খেলছে ভারত। কিন্তু অধিনায়ক বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়া হয়েছে। বিশ্রামে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও উপ মুখ্যমন্ত্রী কেশভ প্রসাদ মৌর্য গোরক্ষপুর ও ফুলপুর দুটি সিট ফাঁকা হয়েছে। উত্তরপ্রদেশের বিধানসভায় চলে যাওয়ার জন্য এই ঘটনা ঘটেছে।

বারাণসীর প্রাক্তন মেয়র কৌশলেন্দ্র সিং প্যাটেল ফুলপুর থেকে বিজেপি র প্রার্থী অন্যদিকে উপেন্দ্র শুক্লা গোরক্ষপুর থেকে নির্বাচনে লড়ছেন উপেন্দ্র শুক্লা।

বিরাট কোহলির নাম এভাবে নির্বাচনের স্লিপে আসায় সেটা চোখে পড়েছে। কিন্তু এই প্রশ্নটা উস্কে এই ভুল কী শুধু একটাই। নাকি এরকম ইচ্ছাকৃত হাজার ভুয়ো ভোটারের স্লিপ তৈরি রয়েছে নির্বাচনে লড়াই করার জন্য।

English summary
Virat Kohli's name appear in voter list of Gorrakhpur lok sabha bypoll.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X