For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টয়লেটের জলেই রেলে চা-কফি, দেখে নিন ভিডিও! এরপর যা করল রেল কর্তৃপক্ষ

রেলের তরফে তাদের নিযুক্ত ঠিকাদারকেই এক লক্ষ টাকা জরিমানার সিদ্ধান্ত দক্ষিণ মধ্য রেল কর্তৃপক্ষের। ২০১৭-র ডিসেম্বরে সেকেন্দ্রাবাদে একটি ছবি ভাইরাল হয়ে যায়।

Google Oneindia Bengali News

রেলের তরফে তাদের নিযুক্ত ঠিকাদারকেই এক লক্ষ টাকা জরিমানার সিদ্ধান্ত দক্ষিণ মধ্য রেল কর্তৃপক্ষের। ২০১৭-র ডিসেম্বরে সেকেন্দ্রাবাদে একটি ছবি ভাইরাল হয়ে যায়। তাতে দেখা যাচ্ছে ট্রেনের টয়লেটের জল চা-কফি বানানোর জন্য নেওয়া হচ্ছে।

রেলের ঠিকাদারকে ১ লক্ষ টাকা জরিমানা, জেনে নিন বিস্তারিত

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়া ভিডিও। তাতে দেখা যাচ্ছে রেলেরই ঠিকাদার নিযুক্ত কর্মীরা ট্রেনের টয়লেট থেকে চা-কফি ক্যান নিয়ে বাইরে বেরিয়ে আসছেন। টয়লেটের জল নিয়েই যে ঠিকাদার নিযুক্ত কর্মীরা বেরিয়ে আসছেন তা বেশ পরিষ্কার।

ঘটনাটি ঘটেছিল ২০১৭-র ডিসেম্বরে, সেকেন্দ্রাবাদ রেল স্টেশনে দাঁড়িয়ে থাকা চার্মিনার এক্সপ্রেসে।

ছবি ভাইরাল হওয়ার পরেই নড়েচড়ে বসে রেল কর্তৃপক্ষ। সেকেন্দ্রাবাদ-কাজিপেট সেকশনের দায়িত্বে থাকা রেল আধিকারিক তদন্তে পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে কড়া ব্যবস্থা নেওয়া কথা জানিয়েদেন।

লাইসেন্সের ওপর একলক্ষ টাকা শাস্তি হিসেবে ধার্ষ করা হয়।

রেল সূত্রে জানা গিয়েছে, সেকেন্দ্রাবাদ রেল স্টেশনে অনুমতি বিহীন হকারদের বিরুদ্ধে গত কয়েকমাস ধরে অভিযান চালানো হচ্ছে।

English summary
Viral video people were seen bringing out tea coffee cans from inside a train toilet at Secunderabad
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X