For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সোনিয়া সহ বিরোধীদের সামনেই মোদীর নামে জয়ধ্বনি সাংসদদের! ভাইরাল ভিডিও

গোয়া-মণিপুর-উত্তরখন্ড এবং উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে ব্যাপক জয় পেয়েছে বিজেপি! আর বিজেপির এই জয়ের পরেই আজ লোকসভায় অধিবেশন ছিল। আর সেই অধিবেশনে প্রধানমন্ত্রী নরন্দ্র মোদী ঢুকতেই বিজেপি সাংসদরা তাঁকে একেবারে অন্যভাবে স্

  • |
Google Oneindia Bengali News

গোয়া-মণিপুর-উত্তরখন্ড এবং উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে ব্যাপক জয় পেয়েছে বিজেপি! আর বিজেপির এই জয়ের পরেই আজ লোকসভায় অধিবেশন ছিল। আর সেই অধিবেশনে প্রধানমন্ত্রী নরন্দ্র মোদী ঢুকতেই বিজেপি সাংসদরা তাঁকে একেবারে অন্যভাবে স্বাগত জানান।

ভাইরাল ভিডিও

এক সঙ্গে সমস্ত সাংসদরা মোদী মোদী বলে স্লোগান তুলতে দেখা যায়। ইতিমধ্যে একাধিক বিজেপি সাংসদ সেই ভিডিও তাঁদের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন। আর তা শেয়ার করার পর থেকেই ভাইরাল!

ভাইরাল সংসদে মোদীর নামে জয়ধ্বনি

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজনাথ সিং সহ সমস্ত বিজেপি সাংসদরা বেঞ্চ বাঁচিয়ে মোদীর নামে স্লোগান দিচ্ছেন। এমনকি সঙ্গ দিচ্ছেন বিজেপির সঙ্গে জোটে থাকা সাংসদরা। ফেব্রুয়ারি-মার্চ মাস ধরে চলা বিধানসভা নির্বাচনে বড় জয় পেয়েছে বিজেপি। আর ব্যাপক এই জয়ের পরেই এই প্রথমবার সদনে এই বৈঠক ছিল।

বিজেপি উত্তরপ্রদেশ, গোয়া, মণিপুর এবং উত্তরপ্রদেশ জিতেছে। পঞ্জাবে জিতেছে আম আদমি পার্টি। যখন পিএম মোদীকে এভাবে স্বাগত জানানো হচ্ছিল তখন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী সহ অন্যান্য বিরোধী নেতারাও উপস্থিত ছিলেন।

যখন পিএম মোদী সংসদে ঢুকছিলেন সেই সময়ে স্পিকার ওম বিড়াল অস্ট্রিয়ার এক সংসদীয় প্রতিনিধিমন্ডলের বিষয়ে জানাচ্ছিলেন। তাঁরা সংসদের কার্যক্রম দেখতে এসেছিলেন।

সবাই মিলে মোদীকে স্বাগত জানান-

ভাইরাল হওয় ভিডিওতে দেখা যাচ্ছে, যখনই প্রধানমন্ত্রী মোদী সদনের মধ্যে প্রবেশ করছেন, সেই সময়ে সবাই উড়ে দাঁড়িয়ে পড়েন। শুধু তাই নিয়, সামনে থাকা বেঞ্চ বাজিয়ে মোদীর নামে স্লোগান দিয়ে যাচ্ছেন শাসকদলের সঙ্গে থাকা সাংসদরা। পিএম মোদী সবাইকে প্রনাম জানাতে জানাতেই ভিতরে ঢুকতে থাকেন। এবং শেষে এসে নিজের আসনে বসে পড়েন। শুধু সাংসদদের প্রনাম জানালেনই নয়, অস্ট্রেলিয়ার সাংসদ এবং প্রতিনিধিদেরও স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।

গত ১৩ তারিখ ভারতে আসে এই দলটি

লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা জানিয়েছেন, এই টিম গত ১৩ মার্চ ভারতে এসেছিল। প্রথমদিনেই আগ্রা দেখেছে এই টিম। আগামী ১৭ মার্চ এই টিম অস্ট্রেলিয়া ফিরে যাবে। কিন্তু সেখানে ফিরে যাওয়ার আগে হায়দরবাদ ঘুরে যাওয়ার কথা রয়েছে তাঁদের। এছাড়াও আরও বেশ কয়েকটি জায়গাতেও যাওয়া কথা হয়েছে এই টিমের। তাঁদের সামনেই মোদীর নামে এই জয়ধ্বনি উঠতে থাকে। এই অবস্থা দেখে কার্যত অবাক হয়ে যান অস্ট্রেলিয়ার সাংসদরা। যদিও এই বিষয়ে বিরোধীরা কোনও মন্তব্য পাওয়া যায়নি।

English summary
Viral video: BJP MP shoutout Modi's name in front of Sonia Gandhi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X