পুলিশ কৃষক সংঘর্ষ! অগ্নিগর্ভ উত্তর প্রদেশের উন্নাও
জমি নিয়ে কৃষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের জেরে অগ্নিগর্ভ উত্তর প্রদেশের উন্নাও। স্মার্ট সিটির জন্য উত্তর প্রদেশ সরকারের জমি অধিগ্রহণের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন কৃষকরা। তাদের অভিযোগ ট্রান্স গঙ্গা সিটি প্রোজেক্টের জন্য উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথের সরকার বলপূর্বক জমি অধিগ্রহণ করেছে। বছর কয়েক আগে এই স্যাটেলাইট টাউনশিপ গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কৃষকদের অভিযোগ, যে জমি তাঁরা হারিয়েছেন, তার জন্য এখনও ক্ষতিপূরণ তাঁরা পাননি।

এদিন কৃষকরা প্রস্তাবিত স্মার্ট সিটির এলাকায় জমায়েত করেন। এই স্মার্ট সিটি তৈরি করছে উত্তর প্রদেশ স্টেট ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটি। পুলিশের দিকে পাথ ছোঁড়া দিয়ে শুরু হলেও, পরে তা অগ্নিগর্ভ হয়ে ওঠে।
পুলিশ বিক্ষোভরত কৃষকদের ওপর লাঠি চার্জ করে। অন্যদিকে কৃষকদের অভিযোগ, পুলিশ মহিলাদের ওপর আক্রমণ চালিয়েছে। তবে পুলিশের দাবি তাঁরা নিজেদের রক্ষা করতেই যতটা করার করেছে।
বিক্ষোভরত এক কৃষক জানিয়েছেন, তাঁদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল ক্ষতিপূরণের টাকা তারা পেয়ে যাবেন। একাধিক বৈঠক হয়েছে, সরকারি আধিকারিক এবং পুলিশ প্রশাসনের সঙ্গে, কিন্তু প্রতিশ্রুতি মতো কিছুই মেলেনি।
অন্যদিকে, উত্তর প্রদেশ স্টেট ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটির দাবি ক্ষতিপূরণের টাকা দেওয়া হয়ে গিয়েছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক বলেও দাবি করেছেন তারা। প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে দুষ্কৃতীরা কাজ বন্ধের চেষ্টা করছে।