ধর্মীয় মিছিল ঘিরে সংঘর্ষে উত্তপ্ত ভাগলপুর, আহত ১৮ জন
এক ধর্মীয় মিছিলকে ঘিরে সংঘর্ষে উত্তপ্ত বিহারের ভাগলপুর। ঘটনায় ৬ জন পুলিশকর্মী সহ আহত হয়েছেন ১৮ জন। বিক্রম সম্বত তথা হিন্দু নতুন বছর উদযাপনকে ঘিরে মিছিলের মধ্যেই দুপক্ষের সংঘর্ষ শুরু হয়। আর তার জেরেই আগ্নিগর্ভ হতে থাকে পরিস্থিতি।

জানা গিয়েছে , শনিবার রাত থেকে চলা এই সংঘর্ষ ৫ ঘণ্টা ধরে চলে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয়। পরে পার্শ্ববর্তী মুঙ্গের থেকে আরো পুলিশবাহিনী নিয়ে এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হয়। ততক্ষণে ঘটনায় আহত হয়ে পড়েন ১৮ জন। আহতদের মায়াগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভাগলপুরের নথনাগড় ও মাভলখাসে আখনও সংঘর্ষের আগুন ধিকধিক করছে।
সূত্রের দাবি, বিক্র সম্বত-এর মিছিলে উচ্চস্বরে গান বাজানো নিয়ে বচসার সুরু হয়। এলাকার মেন্দিনগর ক্রসিং -এ এনিয়ে বচসার সূত্রপাত হয়। এরপরই দুটি পক্ষের মধ্যে পাথর ছোঁড়াছুঁড়ি শুরু হয়ে যায়। দোকান পাটে আগুন লাগানো হয়। জানা গিয়েছে, যে মিছিল ঘিরে বচসা হয়েছে, সেই মিছিলের নেতৃত্বে ছিলেন রাজ্যের মন্ত্রী অশ্বিনী চৌবের ছেলে অরিজিত চৌবে। আরএসএস ও বিজেপি-র সম্মিলিত এই মিছিল ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হওয়াতে রীতিমত
চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকা জুড়ে। পুলিশের দাবি , ঘটনায় জড়িত কোনও ব্যক্তিকেই ছে়ডে দেওয়া হবে না।