For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘শিশু চোর’ সন্দেহে সাধুদের বেধড়ক মারলেন গ্রামবাসীরা, ভাইরাল ভিডিও

‘শিশু চোর’ সন্দেহে সাধুদের বেধড়ক মারলেন গ্রামবাসীরা, ভাইরাল ভিডিও

  • |
Google Oneindia Bengali News

শিশু চোর সন্দেহে কয়েকজন সাধুকে মারধরের ঘটনা ঘটল। নির্মম ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের সাংলিতে। শিশু চুরির সন্দেহে চার সাধুকে নির্মমভাবে মারধর করা হয়েছে। চারজন সাধু উত্তরপ্রদেশের মথুরার বাসিন্দা বলে জানা গিয়েছে। সাধুরা স্থানীয়দের বিরুদ্ধে কোনও অভিযোগ করেনি। কিন্তু কেন ঘটল এমন নিন্দনীয় ঘটনা? এই ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা দেখে অনেকেই নিন্দা করেছেন , সেই সঙ্গে অবাক হয়েছেন অনেক মানুষই।

‘শিশু চোর’ সন্দেহে সাধুদের বেধড়ক মারলেন গ্রামবাসীরা, ভাইরাল ভিডিও


সাধুদের মতে, তারা উত্তরপ্রদেশের মথুরা থেকে কর্ণাটকে দেব দর্শনের জন্য এসেছিলেন। সেখআন থেকে তারা পান্ধপুর দর্শনের উদ্দেশ্যে রওনা হচ্ছিলেন। সেই রাতে তারা গ্রামের একটি মন্দিরে থাকেন তারা। পরের দিন সকাল বেলা সাধুরা একটি শিশুর কাছে রাস্তার ব্যপারে কিছু কথা জিজ্ঞাসা করছিলেন। আর সেটিই দেখতে পান গ্রামের স্থানীয়রা। ঘটনাটি দেখার পর বাসিন্দারা খুব রেগে যান। তারা ভাবতে শুরু করেন সাধুরা হয়তো শিশু চোর। শিশুকে তুলে নিয়ে যাওয়ার জন্য তারা কথা বলছিলেন। আর ভাবা মাত্রই স্থানীয়রা এক জায়গায় সবাই জড়ো হয়ে লাঠি নিয়ে সাধুদের ওপর চড়াও হয়। সাধুদের কোনও কথা না শুনে তারা মারধর শুরু করে দেন। এমন ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। নির্মম ঘটনার শিকার সাধুরা।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, সাধুরা তাদের আধার কার্ড দেখাচ্ছেন। তবুও গ্রামবাসীরা শান্ত হননি। তারা গাড়ির দরজা খুলে সাধুদের মারতে শুরু করে। বারবার বলার পরেও তারা এমন ঘটনা ঘটিয়েছেন। সাধুরা মথুরার শ্রী পঞ্চমামা জুনা আখড়ার অন্তর্গত। ঘটনার পর তারা আবার পান্ধপুরের দিকে রওনা হন। তবে এই ঘটনার জেরে সাধুরা গ্রামবাসীদের বিরুদ্ধে কিন্তু কোনও রকম অভিযোগ করেননি। ভুল বোঝাবুঝির কারণে এমন ঘটনার সম্মুখীন হতে হয়েছিল সাধুদের। ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে এমন ঘটনার নিন্দা করেছেন অনেকেই। অনেকের মতে, না জেনে, সঠিক বিচার না করে কখনই কাউকে আঘাত করা উচিত নয়।

English summary
villagers beat up four saints on suspicion of child theft in maharashtra viral video
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X