For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'যা বলছেন তা করে দেখান', মোদীকে চ্যালেঞ্জ বিজয়নের

'যা বলছেন তা করে দেখান', মোদীকে চ্যালেঞ্জ বিজয়নের

Google Oneindia Bengali News

নাগরিকত্ব সংশোধনী বিল সংক্রান্ত নরেন্দ্র মোদীর মন্তব্যের নিন্দায় মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। পাশাপাশি মোদীর উদ্দেশ্যে তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, 'যা বলছেন তা আদতে করেও দেখান।'

বিজয়নের বক্তব্য

বিজয়নের বক্তব্য

রবিবার দিল্লিতে মোদীর ভাষণের প্রেক্ষিতে পিনারই বিজয়ন বলেন, 'প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বলেন যে জাতি ও ধর্মের ভিত্তিতে কোনও প্রকল্প তাঁর সরকার বাস্তবায়িত করে না। এবার প্রধানমন্ত্রীর কাছে এই বিষয়টি প্রমাণ করার বিষয়। আবেগের বেশে বলা কথা প্রমাণ করা খুব কঠিন কাজ। নাগরিকত্ব সংশোধনী আইনের মূল ভিত্তিটাই ধর্মের ভিত্তিতে।'

মোদীর বিরোদ্ধে তোপ বিজয়নের

মোদীর বিরোদ্ধে তোপ বিজয়নের

পাশাপাশি বিজয়ন মোদীর এই ভাষণ সম্পর্কে বলেন, 'যখন মানুষ কোনও ভুল সিদ্ধান্তের বিরুদ্ধে প্রশ্ন তোলে বা সাম্প্রদায়িকতা প্রসঙ্গে প্রশ্ন তোলে তখন তথ্য দিয়ে জবাব দিতে হয়। আবেগের বেশে জবাব দিলে সেই প্রশ্নের জবাব যথার্থ হয় না।' এরপর তিনি পাল্টা প্রশ্ন করেন যে অমিত শাহ যখন জনসমক্ষে এনআরসি ও সিএএ নিয়ে বক্তব্য রাখেন তখন তো তা নিয়ে কোনও কথা বলেন না বিজেপি নেতারা। অমিত শাহই এই আতঙ্ক ছড়ানোর মূলে রয়েছে।

সিএএ, এনআরসি, এনপিআর হবে না করেলে

সিএএ, এনআরসি, এনপিআর হবে না করেলে

সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে রাজ্যে এবং দেশে প্রবল বিক্ষোভের কারণে বিজয়ন জানিয়ে দিয়েছেন করলে সিএএ হবে না। এনআরসিও লাগু করা হবে না। পাশাপাশি এনপিআর( ন্যাশনাল পপুলেশন রেজিস্ট্রার)-এর যাবতীয় কাজ বন্ধ করে দেওয়ার নোটিশ জারি করে কেরল সরকার।

রবিবার মোদীর ভাষণ

রবিবার মোদীর ভাষণ

রবিবার দিল্লিতে প্রধানমন্ত্রী দাবি করেন যে তিনি ও তাঁর সরকার কনও দিনই ধর্ম বা জাতির ভিত্তিতে কোনও প্রকল্প করে না। তিনি বলেন, 'শিক্ষিত শহুরে আরবান নকশালরা সবাইকে বলছে যে দেশের মুসলিমদের ডিটেনশন সেন্টারে রাখা হবে। একবার তো নিজেদের শিক্ষার সদ্ব্যবহার করুন। একবার তো এই আইনটা পড়ে দেখুন। আমি চ্যালেঞ্জ করছি দেশে একটা ডিটেনশন ক্যাম্প দেখান আপনারা। কোথায় ডিটেনশিন ক্যাম্প? ২০১৪-তে আমার নেতৃত্বে সরকার আসার পর দেশের কোথাও কোনও এনআরসি নিয়ে আলোচনা হয়নি। অসমে এনআরসি হয়েছিল সুপ্রিমকোর্টের নির্দেশে।'

কংগ্রেস ও শহুরে নকশালদের বিরুদ্ধে তোপ মোদীর

কংগ্রেস ও শহুরে নকশালদের বিরুদ্ধে তোপ মোদীর

তিনি আরও বলেন, 'কংগ্রেস আর শহুরে নকশালরা ডিটেনশন শিবির নিয়ে যা বলছেন, তা মিথ্যে কথা। সকলকে অনুরোধ করব, এই মিথ্যাচার না মানতে। আমরা তো এনআরসি তৈরিই করিনি। করেছে কংগ্রেস। এখন কংগ্রেস নেতারা টিভিতে বসে এনআরসির খরচের কথা বলছে। আরে, যেই জিনিসটা নেই তা নিয়ে এত আলোচনা ও গুজব রটানো কেন।'

লিএএ নিয়ে গুজব রটানোর অভিযোগ মোদীর

লিএএ নিয়ে গুজব রটানোর অভিযোগ মোদীর

এরপর তিনি বলেন, 'কিছু মানুষ সিএএ-কে গরিবের বিরোধী আইন বলছেন। ওরা বোঝাচ্ছে যে যখন ওই দেশ থেকে লোক আসবে তখন গরিবদের আরও সমস্যা হবে। পাকিস্তান থেকে আসা শরণার্থীদের বেশিরভাগ দলিত। পাকিস্তানে আজও কোনও দলিত চা খেলে সেই চায়ের টাকা পাশাপাশি ওই গ্লাসের টাকা দিতে হয়। এই নেতারা কেনও এভাবে তাহলে মানুষকে ভুল বোঝাচ্ছে?'

বিজেপির হাত ফসকে যাওয়ার পথে ঝাড়খণ্ড, এরপর যে যে রাজ্যে টিকে রইল বিজেপিবিজেপির হাত ফসকে যাওয়ার পথে ঝাড়খণ্ড, এরপর যে যে রাজ্যে টিকে রইল বিজেপি

English summary
vijayan challenges modi on his speech about caa
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X