For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নড়বড়ে নাইনটিনে আউট, এবার সেঞ্চুরি করে ২০১৯-এর আত্মবিশ্বাস ফিরে পেল বিজেপি

২০১৮-র শেষে উপনির্বাচনে মাত্র একটি আসনে জিতেই আত্মবিশ্বাসী বিজেপি। কংগ্রেসের কাছে থেকে আসনটি ছিনিয়ে নিয়ে গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি হুঙ্কার ছাড়লেন ২০১৯-এ তাঁরাই জিতবেন।

Google Oneindia Bengali News

২০১৮-র শেষে উপনির্বাচনে মাত্র একটি আসনে জিতেই আত্মবিশ্বাসী বিজেপি। কংগ্রেসের কাছে থেকে আসনটি ছিনিয়ে নিয়ে গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি হুঙ্কার ছাড়লেন ২০১৯-এ তাঁরাই জিতবেন। নরেন্দ্র মোদীর নেতৃত্বে সংখ্যাগরিষ্ঠতা পাবে বিজেপিই। ফের সরকার গড়বে বিজেপির নেতৃত্বাধীন এনডিও এবং প্রধানমন্ত্রী হবে নরেন্দ্র মোদীই।

বিজেপির হারের পর উপনির্বাচনে জয়

বিজেপির হারের পর উপনির্বাচনে জয়

মোদী রাজ্যে উপনির্বাচনের ফলাফলের দিকে এদিন পাখির চোখ ছিল রাজনৈতিক মহলের। প্রথম কথা, তিনটি রাজ্যে বিজেপির হারের পর উপনির্বাচন। দ্বিতীয় কথা, কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ায় এই কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। সেই আসনে কংগ্রেসের টিকিটে জেতা বিধায়কই এবার দাঁড়িয়েছেন বিজেপির টিকিটে।

এক ঢিলে অনেক পাখি মারল বিজেপি

এক ঢিলে অনেক পাখি মারল বিজেপি

গুজরাটের জশদা কেন্দ্রে এই প্রেস্টিজ ফাইট অবশেষে জিতল বিজেপিই। কংগ্রেস ছেড়ে বিজেপিতে গিয়ে মন্ত্রী হয়েছিলেন কুরভান। তিনি হারলে মন্ত্রিত্ব যেত। আবার বিজেপিই লজ্জার মুখে পড়ত। কিন্তু কংগ্রেসি গড়ে জয় হাসিল করে এক ঢিলে অনেক পাখি মারল বিজেপি।

২০১৯-এ আত্মবিশ্বাসী বিজয় রূপানি

জশদা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেসকে মাত দিয়ে বিজেপি জয়ী হয় ১৯ হাজারেরও বেশি ভোটে। কংগ্রেসি গড়ে এই জয় প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বিজয় রূপানি ২০১৯-এর নির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। তিনি বলেন, গুজরাটে যেমন জিতেছে বিজেপি, তেমনই ২০১৯-এও সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতবেন তাঁরাই।

সেঞ্চুরি করে ফিরল হারানো আত্মবিশ্বাস

সেঞ্চুরি করে ফিরল হারানো আত্মবিশ্বাস

২০১৭ সালে গুজরাটে বিধানসভা ভোটে হয়। সেই ভোটে মোদীর রাজ্যে কংগ্রেস দারুন লড়াই দেয়। ১৮২ আসনের গুজরাটে বিজেপি আটকে যায় ৯৯-তেই। এদিন উপনির্বাচনে জয়ী হওয়ায় বিজেপি পৌঁছে গেল সেঞ্চুরিতে। নড়বড়ে ৯৯-এ আটকে গিয়ে যে আত্মবিশ্বাস খুইয়েছিলেন, সেঞ্চুরি করে সেই আত্মবিশ্বাস যেন ফিরে পেল বিজেপি।

English summary
CM of Gujrat Vijay Rupani gives message of self confidence after win in Gujarat By-election. BJP defeats Congress in by election of Gujarat.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X