সরকারকে পুরো টাকা ফেরত দিতে চেয়ে কী আবেদন জানালেন বিজয় মালিয়া?
ঋণের ১০০ শতাংশই ভারত সরকারকে ফিরিয়ে দিতে চাইছেন বিজয় মালিয়া। পরিবর্তে তাঁর বিরুদ্ধে চলা মামলা বন্ধ করা হোক। গতকাল কেন্দ্রের কাছে এই আবেদনই করলেন 'পলাতক' বিজয় মালিয়া।

৯ হাজার কোটি টাকার ঋণ নিয়েছিলেন বিজয়
কিংফিশার এয়ারলাইন্সের নামে বিভিন্ন ব্যাঙ্ক থেকে প্রায় ৯ হাজার কোটি টাকার ঋণ নিয়েছিলেন তিনি। এরপর তা শোধ করতে না পেরে বিদেশে পালিয়ে যান সংস্থার তৎকালীন কর্ণধার বিজয় মালিয়া।

আত্মনির্ভর ভারত গড়ার ডাককে স্বাগত জানান বিজয়
আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে কেন্দ্রের তরফে যে ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজের ঘোষণা করা হয়েছে, তাকে স্বাগত জানিয়েছেন কিংফিশারের এককালীন কর্ণধার। তিনি আরও বলেন, যে বিশাল অঙ্কের ঋণ বকেয়া রয়েছে, তা ফিরিয়ে দিতে চেয়ে সরকারের কাছে বারবার আবেদন করেছেন তিনি । কিন্তু তাঁর কথাকে গুরুত্ব দেয়নি কেন্দ্র।

টুইট বার্তায় কী লেখেন বিজয়?
তিনি টুইটে লেখেন, 'করোনা মোকাবিলায় কেন্দ্র যে আর্থিক প্যাকেজ গ্রহণ করেছে, তার জন্য কেন্দ্রকে অভিনন্দন জানাই। সরকার যত খুশি টাকা ছাপাতে পারে। কিন্তু আমি যে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি থেকে নেওয়া ঋণের ১০০ শতাংশ ফেরত দিতে চেয়েছি, তা কেন বার বার অবহেলা করা হচ্ছে?' টুইটে তিনি আরও লেখেন, 'নিঃশর্তভাবে এই ঋণের টাকা ফেরত নেওয়া হোক এবং এই মামলা বন্ধ করা হোক।'

টাকা সহ বিজয়কে দেশে ফেরাতে চায় কেন্দ্র
বিজয় মালিয়াকে দেশের হাতে তুলে দেওয়ার যে আবেদন ভারত সরকারের তরফে করা হয়েছিল, তার বিরুদ্ধে লন্ডন হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মালিয়া। সেখানে হারের পর চলতি মাসেরই শুরুতে ব্রিটেনের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন কিংফিশার উড়ান সংস্থার এককালীন কর্ণধার।

আজ থেকে বন্ধ চেতলা ও বিজন সেতু, জেনে নিন কোন পথে যান চলাচল