For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টুইটারে আশ্বাস নয়, যোগাযোগ করুন, বিজয় মাল্যকে নির্দেশ সিবিআই, ইডির

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ১২ মার্চ : হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে তা শোধ না করে দেশ ছেড়ে পালিয়েছন ইউবি গোষ্ঠীর প্রধান বিজয় মাল্য। এমনই অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এর বিরুদ্ধে টুইট করে বিজয় মাল্য জানিয়েছেন, ব্যবসার কাজে বাইরে এসেছেন। দেশ ছেড়ে পালাননি। ['ভারত ছেড়ে পালাইনি' বিদেশে বসে টুইট বিজয় মাল্যর]

এরপরই ফের একবার জাতীয় রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। বিজয় মাল্য সরাসরি সংবাদমাধ্যমকে আক্রমণ করে জানিয়েছেন, এতদিন তাঁর কাছ থেকে যে আর্থিক সুবিধা সংবাদমাধ্যম পেয়ে এসেছে, তা যেন ভুলে না যায়।

টুইটারে আশ্বাস নয়, যোগাযোগ করুন, বিজয় মাল্যকে নির্দেশ ইডির

এই মুহূর্তে লন্ডনে রয়েছেন বিজয় মাল্য। তাঁর এই টুইটার আশ্বাসে যে চিড়ে ভিজবে না সেটা স্পষ্ট করে দিয়েছে সিবিআই ও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জানানো হয়েছে, টুইটারে আশ্বাস যথেষ্ট নয়। ইউবি প্রধানকে তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে।

জানা গিয়েছে, ৯ হাজার কোটি টাকার যে ধার ও তার সুদ না ফেরানো নিয়ে বিজয় মাল্যর বিরুদ্ধে অভিযোগ, সেবিষয়ে জেরার জন্য আগামী ১৮ মার্চ তাঁকে সমন পাঠানো হয়েছে।

সিবিআই সূত্রে জানা গিয়েছে, এমনকী লন্ডনে অবস্থিত ভারতীয় হাইকমিশনেও বিষয়টি জানানো হয়েছে। আগামী ১৮ মার্চ যদি বিজয় মাল্য হাজিরা না দেন, তাহলে ফের একটি নোটিশ পাঠানো হবে। সুপ্রিম কোর্ট এই মামলায় কি নির্দেশ দেয় সেটা দেখার জন্য আগামী ৩০ মার্চ পর্যন্ত ধীরে চলো নীতি নিয়ে চলতে চাইছে সিবিআই ও ইডি।

English summary
Vijay Mallya's Twitter assurance not enough says ED
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X