For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজয় মালিয়ার জন্য তৈরি জেল! ইডি কী কী পদক্ষেপ নিচ্ছে

বিজয় মালিয়ার প্রত্যার্পণ ঘিরে চরম তৎপরতায় এন্ফোর্সমেন্ট ডিরেক্টরেট। একাধিক ব্যাঙ্ক ঋণ খেলাফির ঘটনায় , ও টাকা তছরুপ কাণ্ডে বহুদিন ধরেই অভিযুক্ত বিজয় মালিয়া ফেরার।

  • |
Google Oneindia Bengali News

বিজয় মালিয়ার প্রত্যার্পণ ঘিরে চরম তৎপরতায় এন্ফোর্সমেন্ট ডিরেক্টরেট। একাধিক ব্যাঙ্ক ঋণ খেলাফির ঘটনায় , ও টাকা তছরুপ কাণ্ডে বহুদিন ধরেই অভিযুক্ত বিজয় মালিয়া ফেরার। লন্ডনে বহু দিন গা ঢাকা দেওয়ার পর শেষে ইউকে সরকার তাঁকে প্রত্যার্পণের মাধ্যমে ভারতের হাতে তুলে দিতে চলেছে বলে খবর।

বিজয় মালিয়ার জন্য তৈরি জেল! ইডি কী কী পদক্ষেপ নিচ্ছে

বিজয় মালিয়ার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকার অর্থ তছরুপের অভিযোগ রয়েছে। যদি বিজয় মালিয়া সেষমেশ দেশে ফেরেন, তাহলে তাঁকে মুম্বইয়ের আর্থার রোড জেলে প্রথমে নিয়ে যাওয়া হবে। এনফোর্সমেন্ট ডিরেক্ট এর হাতে বিজয় মালিয়াকে তুলে দেওয়ার পরই শুরু হয়ে যাবে ম্যারাথন জেরা। মূলত ইডি চাইছে বিজয় মালিয়ার কাছ থেকে তাঁর সম্পত্তির সমস্ত খোঁজ খবর নিতে। শুধু াতই নয় কোথায়,কোথায় বিজয়ের অর্থ লেনদেন ছিল তার হদিশও অভিযুক্তের মুখ থেকে নিতে চাইছে ইডি।

এছাড়াও যাতে বিজয় মালিয়াকে এফইও (ফিনানশিয়াল অফেন্ডার) বা আর্থিক তছরুপকারীর তকমা দেওয়া হয় , তার জন্যও ব্রিটিশ আদালতে আবেদনের পরিকল্পনা রয়েছে ইডির। এই তকময়া মুম্বই আদলতে বিজয় মালিয়ার বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা শুরু হয়ে গিয়েছে।

English summary
Extraditing fugitive businessman Vijay Mallya to India from the UK, for multicrore loan recovery cases by several banks, would pave way for a speedy trial in the country, according to the Enforcement Directorate .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X