For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বড় সাফল্য মোদী সরকারের! বিজয় মালিয়াকে উড়িয়ে আনা হচ্ছে ভারতে

  • By
  • |
Google Oneindia Bengali News

ভারতে উড়িয়ে নিয়ে আসা হচ্ছে ঋণখেলাপির মামলায় অভিযুক্ত পলাতক ব্যবসায়ী বিজয় মালিয়াকে। লন্ডন থেকে বিশেষ বিমানে তাকে ভারতে উড়িয়ে আনা হচ্ছে বলে জানা গিয়েছে।

বিজয় মালিয়াকে উড়িয়ে আনা হচ্ছে ভারতে

তাকে নিয়ে আসছেন সিবিআই ও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা। মুম্বই বিমানবন্দরে তাকে নামিয়ে প্রথমে একটি মেডিকেল টিম তার স্বাস্থ্য পরীক্ষা করবে। যদি এদিন রাতের মধ্যেই মালিয়া এসে পৌঁছন তাহলে তাকে সিবিআই হেফাজতে রাখা হবে। পরের দিনের বেলায় আদালতে পেশ করা হবে। আর যদি আনতে আনতে সকাল হয়ে যায় তাহলে সেখানে থেকেই তাকে মেডিকেল পরীক্ষার পর সরাসরি আদালতে নিয়ে যাওয়া হবে।

সেখানে সিবিআই তার হেফাজত চাইবে। অন্যদিকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও বিজয় মালিয়ার হেফাজত চাইতে পারে বলে খবর।

ব্রিটিনের আদালতকে ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে ভারতে উড়িয়ে আনার পরে বিজয় মালিয়াকে আর্থার রোড জেলের একটি বিশেষ ব্যারাকে পূর্ণ নিরাপত্তার সঙ্গে রাখা হবে।

এই আর্থার রোড জেলে বিখ্যাত সমস্ত সন্ত্রাসবাদী থেকে শুরু করে নানা ঘটনায় শীর্ষ অপরাধীরা দিন কাটিয়েছে। মুম্বই হামলার সাজাপ্রাপ্ত পাকিস্তানি জঙ্গি আজমল কাসভ এই জেলে ছিল। এছাড়াও আবু সালেম, ছোটা রাজন, মোস্তাফা দোসা, পিটার মুখার্জির মতো অনেকেই এই জেলে দিন কাটিয়েছে।

১৭ টি ব্যাঙ্কের ৯ হাজার কোটি টাকার ঋণ খেলাপির মামলায় অভিযুক্ত বিজয় মালিয়া। গত ১৪ মে তাকে ব্রিটেনের আদালত ভারতের প্রত্যর্পণের নির্দেশ দেয়।

গত আট বছরে ভারতে বিভিন্ন কারণে মোট ৭৫০টি বাঘের মৃত্যু হয়েছে, শীর্ষে মধ্যপ্রদেশগত আট বছরে ভারতে বিভিন্ন কারণে মোট ৭৫০টি বাঘের মৃত্যু হয়েছে, শীর্ষে মধ্যপ্রদেশ

English summary
Vijay Mallya's extradition to Mumbai, India from UK in night
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X