For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত লিকার ব্যারন বিজয় মাল্য

ঋণখেলাপি মামলায় অভিযুক্ত লিকার ব্যারন বিজয় মাল্যকে আদালত অবমাননার দায়ের দোষী সাব্যস্ত করল সুপ্রিম কোর্ট। কিংফিশার এয়ারলাইন্সের হয়ে ৯ হাজার কোটি টাকার ঋণখেলাপির মামলায় বিজয় মাল্য অভিযুক্ত।

  • |
Google Oneindia Bengali News

ঋণখেলাপি মামলায় অভিযুক্ত লিকার ব্যারন বিজয় মাল্যকে আদালত অবমাননার দায়ের দোষী সাব্যস্ত করল সুপ্রিম কোর্ট। ঋণ খেলাপির মামলায় বারবার নির্দেশ দেওয়ার পরও হাজিরা না দিয়ে আদালত অবমাননা করেছেন মাল্য। আর তাই এদিন তাকে দোষী হিসাবে ঘোষণা করা হয়েছে।

কিংফিশার এয়ারলাইন্সের হয়ে ৯ হাজার কোটি টাকার ঋণখেলাপির মামলায় বিজয় মাল্য অভিযুক্ত। তাঁকে ইতিমধ্যে ঘোষিত অপরাধী হিসাবে ঘোষণা করেছে ভারত। ভারত ছেড়ে পালিয়ে তিনি আপাতত লন্ডনে আশ্রয় নিয়েছেন।

আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত লিকার ব্যারন বিজয় মাল্য

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ঋণখেলাপির মামলায় অভিযুক্ত বিজয় মাল্যকে লন্ডন থেকে ভারতে ফিরিয়ে আনার চেষ্টা করছে। সেইমর্মে আদালতে আবেদনও করা হয়েছে। সুপ্রিম কোর্ট আগামী ১০ জুলাইয়ের মধ্যে মাল্যকে আদালতে হাজিরার নির্দেশ দিয়েছে। যদি ওই নির্ধারিত দিনের মধ্যে মাল্য আদালতে না আসেন তাহলে যেকোনও ধরনের শাস্তিমূলক ব্যবস্থা আদালত নিতে পারে।

বিজয় মাল্যকে ভারতে প্রত্যপর্ণের জন্য ব্রিটেনের সঙ্গে আলোচনা চালাচ্ছে ভারত। গত মাসে এই সূত্রে বিজয় মাল্যকে গ্রেফতারও করা হয়েছিল। তবে গ্রেফতারির তিন ঘণ্টার মধ্যে তাঁকে ছেড়ে দেওয়া হয়।

English summary
Vijay Mallya found guilty of contempt of court, summoned by Supreme Court on July 10 in bank loan default case
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X