For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নতুন আইনে প্রথম 'ঋণখেলাপী অপরাধী' হলেন মালিয়া, এবার বাজেয়াপ্ত করা যাবে সম্পত্তি

প্রথম বিজনেস টাইকুন হিসাবে নতুন পলাতক অর্থনৈতিক অপরাধী আইন ২০১৮ অনুযায়ী বিজয় মালিয়া পেলেন ঋণখেলাপী অপরাধী তকমা।

  • |
Google Oneindia Bengali News

প্রথম বিজনেস টাইকুন হিসাবে নতুন পলাতক অর্থনৈতিক অপরাধী আইন ২০১৮ অনুযায়ী বিজয় মালিয়া পেলেন ঋণখেলাপী অপরাধী তকমা। নতুন আইন মোতাবেক তাকে প্রথমবার মামলার জালে জড়ানো হল মুম্বইয়ে।

নতুন আইনে প্রথম ঋণখেলাপী অপরাধী তকমা পেলেন মালিয়া

এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আবেদনে সাড়া দিয়েছে মুম্বইয়ের আদালত। গত কয়েকমাসে অর্থনৈতিক অপরাধে অভিযুক্তদের আইনের ফাঁসে জড়াতে সরকার সবরকমভাবে চেষ্টা করেছে। তারই একটি ধাপ হল এটি।

অন্যদিকে ৯ হাজার কোটি টাকার ঋণখেলাপির মামলায় পলাতক বিজয় মালিয়াকে লন্ডন থেকে দেশে ফেরত আনতে ইডি ও সিবিআই সবরকম প্রচেষ্টা চালাচ্ছে।

১০০ কোটি টাকার বেশি অর্থের দুর্নীতিতে জড়িয়ে সাজার ভয়ে দেশ ছাড়া ব্যক্তিদের বিরুদ্ধে এই আইন প্রযোজ্য হবে। তাদের বিরুদ্ধে পরোয়ানা জারি হবে ও সম্পত্তি বাজেয়াপ্ত করার নিয়মও থাকছে নতুন আইনে।

লিকার ব্যারন মালিয়াকে ভারতে ফিরিয়ে আনার বিষয়ে ব্রিটেনের আদালত সবুজ সঙ্কেত দিয়েছে। এখন দেখার মালিয়াকে কত তাড়াতাড়ি দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়।

English summary
Vijay Mallya first tycoon to be named 'Fugitive Economic Offender'
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X