For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজয় মালিয়ার বিরুদ্ধে এবার টাকা পাচারের অভিযোগ, প্রত্যর্পণে জোর সিবিআই-এর

৬ হাজার কোটি টাকার ব্যাঙ্ক ঋণের একটা বড় অংশই তিনি বিজয় মালিয়া বিভিন্ন দেশে ভুয়ো সংস্থায় লাগিয়েছেন এই অভিযোগে চার্জশিট তৈরি করতে চলেছে সিবিআই।

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

লিকার ব্যারন বিজয় মালিয়ার প্রত্যর্পণের ক্ষেত্রে তথ্য়-প্রমাণ আরও জোরদার করতে এবার উঠে পড়ে লাগল সিবিআই। ৬ হাজার কোটি টাকার ব্যাঙ্ক ঋণের একটা বড় অংশই তিনি বিভিন্ন দেশে ভুয়ো সংস্থায় লাগিয়েছেন এই অভিযোগে চার্জশিট তৈরি করতে চলেছে সিবিআই।

বিজয় মালিয়ার বিরুদ্ধে এবার টাকা পাচারের অভিযোগ, প্রত্যর্পণে জোর সিবিআই-এর

কিংফিশার এয়ারলাইন্সের পুনরুজ্জীবনের জন্য কনসর্টিয়াম অফ ব্যাঙ্ক থেকে ৬,০২৭ কোটি টাকা ঋণ নিয়েছিলেন। কিন্তু সেই ঋণের বেশিরভাগ টাকাই তিনি ৭টি দেশে থাকা বিভিন্ন ভুয়ো সংস্থার নামে সরিয়েছেন বলে অভিযোগ। এই সাতটি দেশের মধ্যে রয়েছে আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন ও আয়ারল্যান্ডও। ৬,০২৭ কোটি টাকা ঋণের মধ্যে ঠিক কত টাকা তিনি সরিয়েছেন, সেবিষয়ে অবশ্য মুখ খুলতে নারাজ সিবিআই আধিকারিকরা। আপাতত এই অভিযোগকে হাতিয়ার করেই বিজয় মালিয়ার বিরুদ্ধে ঘুঁটি সাজাচ্ছে সিবিআই ও ইডি। ব্রিটেন থেকে মালিয়ার প্রত্য়র্পণের এক্ষেত্রে এই অভিযোগকেই বড় করে দেখানো হবে বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে।

এপর্যন্ত বিজয় মালিয়ার বিরুদ্ধে শুধুমাত্রর আইডিবিআই ব্যাঙ্ক থেকে ৯০০ কোটি ঋণ খেলাপির অভিযোগ রয়েছে। কিন্তু কিংফিশার এয়ারলাইন্সের জন্য় নেওয়া ঋণের টাকা এভাবে ভুয়ো সংস্থায় পাচার করার তথ্য এবার হাতে নাতে মিলেছে বলেই দাবি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলির। এই তথ্য ব্রিটেনের আদালতে পেশ করা হলে বিজয় মালিয়ার প্রত্যর্পণের ক্ষেত্রে সিবিআই বাড়তি সুবিধে পাবে বলেই মনে করা হচ্ছে।

English summary
Vijay Mallya diverted most of the amount taken as loan for Kingfisher Airlines to shell companies in 7 countries, says CBI and ED
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X