For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আমাকে ফুটবল বানিয়ে লাথালাথি করছে ইউপিএ-এনডিএ : বিজয় মাল্য

মাল্যর বিরুদ্ধে সিবিআই তদন্ত চলছে। এবং তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এই প্রেক্ষিতে বিজয় মাল্যর দাবি, আমাকে ফুটবল বানিয়ে লাথালাথি করছে ইউপিএ ও এনডিএ সরকার।

  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ৩ ফেব্রুয়ারি : বিজয় মাল্যর মতো ঋণ খেলাপি যারা দেশের বাইরে পালিয়ে বেড়াচ্ছেন তাদের বিরুদ্ধে নতুন করে আইন বানিয়ে কড়া ব্যবস্থা নিতে চলেছে কেন্দ্র সরকার। আর এর প্রেক্ষিতে বিজয় মাল্যর দাবি, আমাকে ফুটবল বানিয়ে লাথালাথি করছে ইউপিএ ও এনডিএ সরকার।[বিজয় মাল্যর বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা]

মাল্যর বিরুদ্ধে সিবিআই তদন্ত চলছে। এবং তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এই প্রেক্ষিতে মাল্যর অভিযোগ, তাঁর বিরুদ্ধে সংবাদমাধ্যমকে ইচ্ছাকৃতভাবে ব্যবহার করা হয়েছে। এবং সংবাদমাধ্যমও খুশিমনে এনডিএ ও ইউপিএ সরকারের মাঝে ফুটবলের মতো জায়গা বদল করা বিজয় মাল্যকে নিয়ে খবর ছাপিয়ে গিয়েছে।[দেউলিয়া! তাতে কি? মেজাজে নিজের ৬০তম জন্মদিনে চমক বিজয় মালিয়ার]

আমাকে ফুটবল বানিয়ে লাথালাথি করছে ইউপিএ-এনডিএ : বিজয় মাল্য

টুইটে সিবিআইকে একহাত নিয়ে মাল্য জানিয়েছেন, নাটক করছে সিবিআই। আমার বিরুদ্ধে সব মিথ্যা অভিযোগ আনা হয়েছে। বেছে বেছে ইমেল ফাঁস করছে সিবিআই। যার ফলে সত্য বিকৃত হচ্ছে।['ভারত ছেড়ে পালাইনি' বিদেশে বসে টুইট বিজয় মাল্যর]

এবারের সাধারণ বাজেটে অরুণ জেটলি আইন প্রণয়নের কথা বলেছেন। যারা ঋণ খেলাপির ঘটনা ঘটিয়েছেন তারা আইনে ধরা না দিলে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। এর আগেও বহু অভিযুক্ত যাদের মধ্যে আর্থিক অপরাধের ঘটনায় জড়িতরাও রয়েছেন, তারা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন। তাদের বিরুদ্ধেও আইন মেনে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।[বিজয় মাল্যর সঙ্গে নাম জুড়ে দীপিকা পাডুকোন-ক্যাটরিনা কাইফকে আক্রমণ রামগোপাল বর্মার!]

গত সপ্তাহে আইডিবিআই ব্যাঙ্কের ৭২০ কোটি টাকা ঋণ খেলাপি মামলায় বিজয় মাল্যর বিরুদ্ধে জামিন অযোগ্য ওয়ারেন্ট জারি করে সিবিআই। তাঁকে বিদেশ থেকে দেশে ফেরত আনার কথাও আদালতে জানানো হয়েছে। সব ব্যাঙ্ক মিলিয়ে মোট ৯ হাজার কোটি টাকার ঋণ খেলাপির অভিযোগ রয়েছে বিজয় মাল্যর বিরুদ্ধে।

English summary
With the government planning to frame a law to prevent loan defaulters from fleeing the country, beleaguered liquor baron Vijay Mallya has likened himself to a "football" being kicked around by "two fiercely competitive teams" NDA and UPA.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X