কোথা থেকে এল এই করোনা? হোলির ভজনে প্রশ্ন গায়কের, ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
করোনা ভাইরাসের আতঙ্কে কাবু সকলে। এর হাত থেকে বাঁচবার উপায় কি তা এখনও পর্যন্ত জানা নেই কারোর। সম্প্রতি হোলির অনুষ্ঠানের একটি ভজন ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভজনের মূল আকর্ষণ হলোই করোনা ভাইরাস।

ভজন গায়ক বরিষ্ঠ সঙ্গীত শিল্পী নরেন্দ্র চঞ্চলের নতুন জাগরাতা হিট এই করোনা ভাইরাস ভজনটি। এই গানটি তিনি হোলি অনুষ্ঠানে গান এবং তা সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায়। ভজনের প্রথম দিকের গানের লাইনগুলি হল, 'ডেঙ্গু ভি আয়া, সোয়াইন ফ্লু ভি আয়া, চিকুনগুনিয়া নে শোর মাচায়া, খবরে কি কি হো না, ও কিথো আয়া করোনা, মাইয়া জি কিথো আয়া করোনা।’ দিল্লির পাহাড়গঞ্জ এলাকায় এক হোলি অনুষ্ঠানে এই ভজনটি গাওয়া হয় এবং এই ভজনের ক্লিপ ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
View this post on InstagramJagrata is better than cure 💃🏻🦠💃🏻
A post shared by M A L L I K A D U A (@mallikadua) on
হাস্য কৌতুক অভিনেতা মল্লিকা দুয়া তাঁর ইনস্টাগ্রামে এই ভিডিওটি পোস্ট করেন। তিনি এই ভিডিওটির ক্যাপশন দেন, 'ও কিথো আয়া করোনা? নিরাময়ের চেয়ে জাগরতা ভালো।’ ইউটিউবে এই গানটি পাওয়া যাবে। এই ভজনের মধ্য দিয়ে চঞ্চল হাত ধোওয়ার গুরুত্ব জানিয়েছেন। এই ভজনের মধ্য দিয়ে শিল্পী এও জানান যে ইশ্বর সকলকে এই মারণ রোগ থেকে বাঁচাবেন।