রাহুলের দলের বিধায়কের চড় মোদীর দলের কর্মীকে! ভিডিও হল ভাইরাল
তর্কাতর্কি থেকে বিজেপি অফিসের কর্মীকে চড় মারলেন মধ্যপ্রদেশের জ্ঞানওয়ানির কংগ্রেস বিধায়ক উমঙ্গ সিংহার। ঘটনাটি ঘটেছে ধরের বিজেপি সাংসদ সাবিত্রী ঠাকুরের সামনেই। একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন কংগ্রেস বিধায়ক এবং সেখনারকার বিজেপি সাংসদ। এই চড় মারা ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।

স্থানীয়দের সাহায্য করতে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এইসময় সরকারি সাহায্যের হাত কারা বাড়িয়েছেন তা নিয়ে কংগ্রেস ও বিজেপির মধ্যে গণ্ডগোল বেধে যায়। দুপক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ও চলতে থাকে। স্থানীয় কংগ্রেস বিধায়ক নিজের রাগ সামলাতে না পেরে বিজেপি কর্মী প্রদীপ গাদিয়াকে চড় মেরে বসেন। এরপরেই সেখানকার পরিস্থিতির অবনতি হয়।
#WATCH: Congress MLA Umang Singhar (in white shirt) attacks a BJP leader in Dhar. #MadhyaPradesh (25.08.18) pic.twitter.com/8WU1ADka0q
— ANI (@ANI) August 26, 2018
[আরও পড়ুন: কেরলের ত্রাণ নিয়ে 'মন কী বাত' -অনুষ্ঠানে দেশবাসীকে কোন বার্তা দিলেন মোদী]
ধরের বিজেপি সাংসদ সাবিত্রী ঠাকুর সাহায্যের চেক নিয়ে ঘটনাস্থলে পৌঁছন। এইসময় বিধায়ক বাধা দেন। মহিলা সাংসদের কাছ থেকে চেকটি কেড়ে নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ। বিষয়টি নিয়েই দুপক্ষের গণ্ডগোল। যার জেরে সিঙ্গার চড় মারেন গাদিয়াকে।

পুলিশের সামনে ঘটনাটি ঘটলেও, পরে পুলিশই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিজেপি কর্মী গাদিয়া কংগ্রেস বিধায়কের বিরুদ্ধে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছেন।
[আরও পড়ুন: মন্ত্রীর দাঁতের রুট-ক্যানাল! করদাতাদের টাকায় মেটানো বিল জানলে ভিমরি খাবেন]