For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ভিডিও) দেখে নিন আইনের রক্ষকই কীভাবে মারছেন এক মহিলাকে

  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ১১ মে : আইনের রক্ষকই যখন ভক্ষক তখন আমজনতার নিরাপত্তা কে দেবে তা নিয়েই বড় প্রশ্ন উঠে গেল এদিন।

মহিলার 'অপরাধ' ছিল তিনি ঘুষ দিতে অস্বীকার করেছিলেন। আর সেজন্য দিল্লি পুলিশের এক কনস্টেবলের রোষের মুখে পড়লেন রনমজিত কৌর নামে ওই মহিলা।

তাঁকে ইট ছুড়ে মারার অভিযোগও ওঠে দিল্লি পুলিশের হেড ট্র্যাফিক কনস্টেবল সতীশ চাঁদের বিরুদ্ধে। অভিযোগ পেয়েই সঙ্গে সঙ্গে তাঁকে গ্রেফতার করা হয় ও পরে তাঁকে চাকরি থেকে বরখাস্ত করেছে দিল্লি পুলিশ। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হবে বলেও পুলিশ সূত্রে জানা গিয়েছে।

(ভিডিও) দেখে নিন আইনের রক্ষকই কীভাবে মারছেন এক মহিলাকে


সোমবার সকালে ঘটনাটি ঘটে দিল্লির গল্ফ লিঙ্ক এলাকায়। মহিলার অভিযোগ, এ দিন সকালে তাঁর দুই মেয়েকে স্কুটিতে চাপিয়ে স্কুলে নিয়ে যাচ্ছিলেন তিনি। গল্ফ লিঙ্ক এলাকার কাছে ট্র্যাফিক কনস্টেবল সতীশ চন্দ্র তাঁকে আটকান। ট্র্যাফিক নিয়ম ভাঙার অপরাধে তাঁর কাছে ২০০ টাকা চান। ওই কনস্টেবলের কাছে জরিমানার রসিদ চাইলে তিনি তা দিতে অস্বীকার করেন। তিনি ঘুষ দিতে না চাইলে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজও করেন। তিনি প্রতিবাদ করতেই আচমকা তাঁকে ইট ছুড়ে মারেন ওই কনস্টেবল। স্কুটারটিও ভেঙে দেওয়ার চেষ্টা করেন।

ঘটনাটি আশেপাশের পথচারীদের নজরে এলে ওই অভিযুক্ত ট্রাফিক পুলিশকে ধরে ফেলে পুলিশে দেওয়া হয়।

English summary
Video: Delhi Police constable, who threw brick, assaulted woman, arrested
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X