গ্রেফতার বাধা! এরপর যুবতীর যা হাল করল অসম পুলিশ, তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল
এক যুবতীকে নিগ্রহের অভিযোগ অভিযুক্ত পুলিশ। ঘটনায় ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ঘটনায় তদন্তের নির্দেশ দিতে বাধ্য হয়েছে অসম পুলিশ।

এক যুবতীর সঙ্গে প্রথমে হাতাহাতি। তারপর শারীরিক নিগ্রহ। অভিযুক্ত অসমের এক পুলিশকর্মী। দিন কয়েক আগে ভাঙ্গাগড় থানার অনিল প্লাজার সামনে জিএস রোডে ঘটনাটি ঘটে।
ভিডিওতে দেখা যাচ্ছে পুলিশকর্মী যুবতীকে চড় মারছেন এবং ঠেলে নিয়ে যাচ্ছেন মাঠের দিকে। তর্কাতর্কিতে জড়িয়ে পড়ে এক যুবককে ধরতে গিয়ে বাধা পায় পুলিশ। এরপরেই পুলিশ এই কাণ্ড করে।
ছবিতে মনে হচ্ছে, হাতে থাকা লাঠি দিয়ে পুলিশ প্রথমে যুবতীকে মারে। এরপরেই পাল্টা পুলিশকে প্রহার করেন ওই যুবতী। পুলিশ সেসময় যুবতীকে চড় মারে এবং মাঠে ফেলে দেয়। পুলিশ কর্মীকে দেখা যাচ্ছে সেই যুবতীকে ফের আক্রমণ করতে। এই সময় পথ চলতি অন্য মানুষদের দেখা যাচ্ছে ওই পুলিশ কর্মীকে বারণ করতে, ওকে আঘাত করো না। মহিলা পুলিশ কর্মীর অনুপস্থিতিতে এই ধরনের ঘটনায় যথেষ্টই প্রশ্নের মুখে অসম পুলিশের ভূমিকা।