For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উদয়পুর হত্যাকাণ্ডে বিধ্বস্ত পরিবারের পাশে বিজেপি, ১.৩৫ কোটি টাকা তহবিল সংগ্রহ কপিল মিশ্রের

উদয়পুর হত্যাকাণ্ডে বিধ্বস্ত পরিবারের পাশে বিজেপি, ১.৩৫ কোটি টাকা তহবিল সংগ্রহ কপিল মিশ্রের

Google Oneindia Bengali News

রাজস্থানের উদয়পুরে দর্জি কানহাইয়া লালকে কুপিয়ে হত্যা করা হয়। এরপরেই রাজস্থান জুড়ে চাপা উত্তেজনা দেখা দিয়েছে। পাশাপাশি একমাত্র উপার্জনকারী সদস্যের খুনের ঘটনায় পরিবারটির ভবিষ্যত নিয়ে প্রশ্ন দেখা দিতে থাকে। এই প্রসঙ্গে বিজেপি নেতা কপিল মিশ্র বলেন, কানহাইয়া লালের পরিবারের জন্য তহবিল সংগ্রহের কাজ তাঁরা শুরু করেছিলেন। গত ২৪ ঘণ্টার মধ্যে ১২ হাজার মানুষ সাহায্য করেছেন। ১.৩৫ কোটি টাকার বেশি অনুদান উঠেছে বলে তিনি দাবি করেছেন।

বিধ্বস্ত হিন্দু পরিবারের পাশে থাকার আশ্বাস

বিধ্বস্ত হিন্দু পরিবারের পাশে থাকার আশ্বাস

বিজেপি নেতা কপিল মিশ্র বলেন, ২০২০ সালে দিল্লির হিংসার ঘটনার পরেই ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবারের জন্য তহবিল সংগ্রহের পরিকল্পনা মাথায় আসে। তিনি বলেন, 'আমরা বুঝতে পেরেছিলাম যে কোনও রাজনৈতিক দল হোক বা মানবাধিকার সংগঠন, হিন্দুদের দুর্দশার বিষয়ে বেশি মাথা ঘামায় না। দিল্লির ঘটনার পর থেকেই আমরা ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবারদের জন্য তহবিল সংগ্রহের কাজ শুরু করি। দিল্লি দাঙ্গায় ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবারকে সাহায্য করা হয়েছিল।' তিনি বলেন, 'রাজস্থানের করৌলিতে একটি মন্দিরে হিন্দু পুরোহিতকে পুড়িয়ে মারা হয়। ঘটনার পর তাঁর পরিবারকে আমরা সাহায্য করি। কনহাইয়া লালের খুনের ভিডিওটি দেখার পরেই আমাদের মাথায় প্রথম চিন্তা আসে পরিবারটির কী হবে। ১২ হাজার মানুষ ১.৩৫ কোটি টাকা দিয়ে সাহায্য করেছেন।'

সন্ত্রাসের কাছে মাথা নত নয়

সন্ত্রাসের কাছে মাথা নত নয়

উদয়পুরে ধানমান্ডিতে কনহাইয়া লালের হত্যার ঘটনায় চাপা উত্তেজনা দেখা দিয়েছে রাজস্থান জুড়ে। মু্খ্যমন্ত্রী অশোক গেহলট রাজ্যবাসীকে শান্ত থাকার পরামর্শ দিয়েছেন। এই প্রসঙ্গে বিজেপি নেতা কপিল মিশ্র বলেন, সন্ত্রাসের সামনে কখনই মাথানীচু করা ঠিক হবে না। সাম্প্রদায়িক উত্তেজনায় ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবারগুলোকে আশ্বস্ত করে বলেন, 'কাশ্মীরে হিন্দু পুরোহিতরা যখন নিজেদের বাড়ি ছেড়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন, তখন সরকারের ওপর নির্ভর করতে হয়েছিল। আমরা ওই ক্ষতিগ্রস্থ পরিবারের জন্য কিছু করতে পারিনি। একটা সময় হিন্দুরা বিশ্বাস করতে শুরু করেছিলেন, বিপদের সময় তাঁদের পাশে কেউ দাঁড়াবে না। সেখান থেকে আমরা পাশে থাকার বার্তা দিই। আমরা তহবিল সংগ্রহের কাজ অনলাইনের মাধ্যমে করি। আবেদনকারীদের যাচাইয়ের জন্য আমাদের সমস্ত বিবৃতি প্রকাশ করা হয়েছে।

কানহাইয়া লালকে নির্মম হত্যা

কানহাইয়া লালকে নির্মম হত্যা

রাজস্থানের উদয়পুরে দর্জি কানাহাইয়া লালের কাছে খদ্দের সেজে যায় দুই অভিযুক্ত। এরপরেই এক অভিযুক্ত কানহাইয়া লালকে কুপিয়ে হত্যা করে। সেই সময় অন্য এক অভিযুক্ত ঘটনার ভিডিও করে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে। নারকীয় ঘটনায় কেঁপে ওঠে দেশবাসী। পরবর্তী একটি ভিডিওতে অভিযুক্তরা নিজেদের দোষ স্বীকার করে। তারা ইসলাম অবমাননার প্রতিশোধ নিয়েছে বলে দাবি করে। সন্ত্রাস দমন শাখার পুলিশ দুই অভিযুক্ত রিয়াজ আখতারি ও ঘৌস মহম্মদকে গ্রেফতার করে।

English summary
Victim Kanhaiya Lal family to get 1.35 corer by BJP Leader Kapil Mishra on Udaipur murder case
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X