For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গেরুয়ায় সমস্যা কোথায়?‌ শিক্ষায় গেরুয়াকরণ নিয়ে সওয়াল তুললেন বেঙ্কাইয়া নাইডু

গেরুয়ায় সমস্যা কোথায়?‌ শিক্ষায় গেরুয়াকরণ নিয়ে সওয়াল তুললেন ভেঙ্কাইয়া নাইডু

Google Oneindia Bengali News

শিক্ষায় গেরুয়াকরণ নিয়ে আপত্তি তোলা হচ্ছে কিন্তু গেরুয়ায় সমস্যা কোথায়?‌ হরিদ্বারে এক সংস্কৃতি বিদ্যালয়ের উদ্বোধনে এসে সরাসরি প্রশ্ন ছুঁড়ে দিলেন দেশের উপ–রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু। এদিন তিনি দেশের জনগণকে ঔপনিবেশিক মানসিকতা ত্যাগ করে নিজস্ব পরিচয়ে গর্ব বোধ করার পরামর্শ দিয়েছেন। বেঙ্কাইয়া নাইডু হরিদ্বারের দেব সংস্কৃতি বিদ্যালয়ের উদ্বোধনে এসে পাশ্চাত্য শিক্ষা পদ্ধতিকে পরিত্যাগ করে ভারতীয় শিক্ষাকে বেশি করে গ্রহণ করার পরামর্শ দিয়েছেন।

গেরুয়ায় সমস্যা কোথায়?‌ শিক্ষায় গেরুয়াকরণ নিয়ে সওয়াল তুললেন ভেঙ্কাইয়া নাইডু


ভিপি নাইডু এদিন দেশের নাগরিকদের কাছে আর্জি জানিয়েছেন যে ঔপনিবেশিক মানসিকতা ত্যাগ করে নিজস্ব পরিচয়ে গর্ববোধ করুন। পাশাপাশি মেকেলীয় শিক্ষা ব্যবস্থাকে কার্যত দেশ থেকে ছুঁড়ে ফেলার ডাক দিলেন তিনি, যা ব্রিটিশ সরকার পরিচয় করিয়ে দিয়ে গিয়েছিলেন। ভিপি নাইডু জানিয়েছেন যে এই ধরনের শিক্ষা অভিজাতদের মধ্যে সীমাবদ্ধ থাকে। উপরাষ্ট্রপতির মতে, '‌আমরা শিক্ষায় গেরুয়াকরণকে অভিযোগ করি, কিন্তু গেরুয়ায় সমস্যা কোথায়?‌ সর্বে ভবান্তু সুখিনঃ (‌সবাই খুশি থাকবে)‌ ও বাসুদেব কুটুম্বাকাম (‌গোটা বিশ্ব একটা পরিবার)‌, যে দর্শনগুলি আমাদের প্রাচীন গ্রন্থে রয়েছে, ভারতের নির্দেশক নীতি আজ বিদেশের নীতি হয়ে উঠেছে।’‌

নাইডু হরিদ্বারে এসে বলেন, 'শতাব্দী ধরে চলে আসা ঔপনিবেশিক শাসন আমাদের নিজেদেরকে নিকৃষ্ট জাতি হিসেবে দেখতে শিখিয়েছে। আমাদের নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্যগত জ্ঞানকে তুচ্ছ করতে শেখানো হয়েছিল‌। এটি একটি জাতি হিসাবে আমাদের বৃদ্ধিকে মন্থর করেছে।’‌ নাইডু আরও বলেন, '‌আমাদের শিক্ষার মাধ্যম হিসাবে বিদেশী ভাষাকে আরোপ করে শিক্ষাকে সমাজের একটি ক্ষুদ্র অংশের মধ্যে সীমাবদ্ধ করা হচ্ছে, একটি বিশাল জনগোষ্ঠীকে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে।’‌ বেঙ্কাইয়া নাইডু হারিয়ে যাওয়া ভাষাগুলিকে পুনরুদ্ধার করতে কিছু বিষয় পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, '‌আমাদের হেরিটেজ, আমাদের সংস্কৃতি, আমাদের পূর্ব পুরুষদের নিয়ে গর্ব থাকা দরকার। আমাদের শিকড়ে ফিরতে হবে। আমাদের ঔপনিবেশিক মানসিকতা থেকে বেরোতে হবে। আমাদের বাচ্চারা যাতে ভারতীয় পরিচিতি নিয়ে গর্ববোধ করে সেটা শেখাতে হবে। আমরা যতটা সম্ভব ভারতীয় ভাষা শেখার চেষ্টা করব। আমাদের মাতৃভাষাকে ভালোবাসা উচিত। আমাদের পুঁথি পড়ার জন্য সংস্কৃত শিখতে হবে এটাই জ্ঞানের আকর।’‌

বিশ্বনেতা হিসেবে আমেরিকা, অস্ট্রেলিয়া জাপানের রাষ্ট্রপ্রধানদের তুলনায় এগিয়ে মোদী বিশ্বনেতা হিসেবে আমেরিকা, অস্ট্রেলিয়া জাপানের রাষ্ট্রপ্রধানদের তুলনায় এগিয়ে মোদী

এদিন নাইডু জানিয়েছেন নালন্দা এবং তক্ষশীলার মতো বিশ্ববিদ্যালয়গুলিতে প্রাচীন ভারতীয় সংস্কৃতিতে কীভাবে সমৃদ্ধ ছিল। তিনি বলেন, '‌একটা সময় ছিল যখন নালন্দা ও তক্ষশীলার মতো প্রাচীন ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলিতে শিক্ষা নিতে আসতেন গোটা বিশ্বের মানুষ, কিন্তু এমনকি তার সমৃদ্ধির উচ্চতায়, ভারত কখনই কোনও দেশকে আক্রমণ করার কথা ভাবেনি কারণ আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বিশ্বে শান্তি দরকার।’‌

English summary
vice presidents question in favor of abandoning the colonial mentality in education
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X